সৌদিতে প্রবাসীরা ৪১ পেশায় আর কাজ পাবে না

মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশ সৌদি আরব ৪১টি পেশাকে জাতীয়করণ করেছে। সম্প্রতি দেশটির শ্রম ও সমাজ উন্নয়নমন্ত্রী আহমেদ আল-রাজি এই ঘোষণা দিয়েছেন।

এতে দেশটির শহর মদিনার বিপণীবিতান, পর্যটন, গাড়ি চালক ও এনজিও খাতে ৪১টি পেশা শুধু সৌদি নাগরিকদের জন্য বরাদ্দ থাকবে। এসব পেশায় বিদেশিদের নিয়োগ দেওয়া যাবে না। এ আদেশ অমান্যকারীদের শাস্তির আওতায় আনার কথাও বলা হয়েছে।

মধ্যপ্রাচ্যের ধনী এই দেশটিতে ক্রমেই কমছে বিদেশি শ্রমিকের সংখ্যা। ২০২০ সালের মধ্যে সৌদি আরব অভ্যন্তরীণ বেকারত্বের হার ৯ শতাংশে নামিয়ে আনতে চায়। আর ২০২৩ সালের মধ্যে তা আরও কমিয়ে সাত শতাংশে নিয়ে আসার পরিকল্পনা দেশটির। দেশটিতে বিভিন্ন খাতে বর্তামানে প্রায় ২০ লাখ বাংলাদেশি শ্রমিক কাজ করছে।