দেশের প্রথম প্রতিবন্ধী সংসদ সদস্য প্রার্থী ইদ্রিস আলী

আগামী ৩০ সে ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনইতিমধ্যে আওয়ামী লীগ ও প্রধান বিরোধীদল বিএনপি তাদরে প্রার্থীদের চুড়ান্ত মনোনয়ন দিয়েছে । প্রতীক বরাদ্দ হয়ে গেছে গত ১০ ডিসেম্বর ।নির্বাচন নিয়ে সবার মাঝেই কাজ করছে এক অন্যরকম উত্তেজনা। প্রচারনা নিয়ে ব্যাস্ত মোননিত প্রার্থীরা।

এবারের নির্বাচনে বাংলাদেশের প্রথম ও এশিয়া মহাদেশের ৬ষ্ঠ শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি হিসেবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. ইদ্রিস আলী। বাংলাদেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ সংসদ সদস্য প্রার্থী হিসেবেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।

বর্তমানে তার বয়স ২৫ বছর ১ মাস ২০ দিন। বিশ্বের বিভিন্ন দেশে অনেক প্রতিবন্ধী সংসদ সদস্য পদে নির্বাচন করেছে। বাংলাদেশে এবারেই প্রথম কোনো প্রতিবন্ধী প্রার্থী ভোটের মাঠে লড়বেন।

ঢাকা-১৯ (সাভার, আশুলিয়া) আসনে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) মনোনীত প্রার্থী হিসেবে হারিকেন প্রতীক নিয়ে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার দল মুসলিম লীগের সঙ্গে মিলে গণঐক্য নামের একটি জোট গঠন করেছে।

ইদ্রিস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আইন ও বিচার বিভাগের ৪২’তম ব্যাচের শিক্ষার্থী। তিনি শারীরিক প্রতিবন্ধী। ‘এবিলিটি ডিজএবিলিটি ডিপেন্ডস অন মেন্টালিটি’ এই স্লোগানে নির্বাচনে লড়বেন তিনি।

ইদ্রিস বলেন, দেশের প্রথম কোনো প্রতিবন্ধী ব্যক্তি হিসেবে সংসদ সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমরা প্রতিবন্ধীরাও যে প্রতিবন্ধকতা রুখে এগিয়ে যেতে পারি এবার সেটাই দেখবে দেশ।

তিনি আরও বলেন, নির্বাচনী প্রচারণাতে প্রতিবন্ধীরা থাকবেন। পৃথিবীর কোনো বাধা আর আমাদের বাধা নয়, বাংলাদেশের ইতিহাসে কনিষ্ঠ তরুণ সংসদ সদস্য পদপ্রার্থী আমি। আমি হারলে আমি নিজে হারব, আমি জিতলে তরুণরাই জিতবে।