বিভেদ ভুলে ভোটের মাঠে দুই ভাই

সংসদ নির্বাচন আসন্ন। নওগাঁ-৬ (রানীনগর-আত্রাই) আসনে বিএনপির মনোনীত প্রার্থী তিনবারের সংসদ সদস্য ও জোট সরকারের সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবীর।

এ নির্বাচনকে কেন্দ্র করে দীর্ঘ এক যুগের ক্ষোভ মন থেকে ঝেড়ে মাঠে নির্বাচনী প্রচারণা করছেন দুই সহোদর আলমগীর কবীর ও তার ছোট ভাই বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেন বুলু।

বিএনপি ছাড়াও এ আসন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌকা প্রতীকে ইসরাফিল আলম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকে শাহজাহান আলী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জানা গেছে, ১৯৯১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন গৃহায়ন ও গণপূর্ত বিভাগের সাবেক প্রতিমন্ত্রী বিএনপি নেতা আলমগীর কবীর।

২০০৬ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের শেষের দিকে আলমগীর কবীর এলডিপিতে যোগ দেন। একই বছর এলডিপি থেকে পদত্যাগ করেন। এরপর তার ছোট ভাই বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেন বুলু এ দুই উপজেলার বিএনপির হাল ধরেন।

এ আসনে বিএনপির সংকটময় সময়ে নেতাকর্মীদের পাশে অভিভাবক হিসেবে দাঁড়ান আনোয়ার হোসেন বুলু। তিনি নেতাকর্মীদের সব বিপদ-আপদে পাশে ছিলেন। আনোয়ার হোসেন বুলু ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান সংসদ সদস্য মো. ইসরাফিল আলমের কাছে পরাজিত হন।

তারপরও আনোয়ার হোসেন বুলু এ আসনে ধানের শীষের হাল ধরে রেখেছেন প্রায় একযুগ ধরে। তাকেই মনোনয়ন দেয়ার দাবি ছিল এ আসনে বিএনপি নেতাকর্মীদের। কিন্তু হঠাৎ করেই নাটকীয়ভাবে তার বড় ভাই আলমগীর কবীর দীর্ঘ প্রায় একযুগ পর পুনরায় বিএনপিতে ফিরে আসেন।

এত বছর পর রাজনীতিতে আলমগীর কবিরের ফিরে আসায় বিএনপি নেতাকর্মীদের মাঝে শুরু হয় গুঞ্জন। অবশেষে দল থেকে তাকেই মনোনীত করে জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপি থেকে ধানের শীষের প্রতীক দেয়া হয়।

এতে দুই উপজেলার বিএনপি নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া, হতাশা, চরম ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছিল। অনেকে দুঃখ প্রকাশ করেছেন। অপরদিকে ২২ নভেম্বর নওগাঁ-৬ আসনের বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতারা সংবাদ সম্মেলন করে আলমগীর কবীরকে অবাঞ্ছিত ঘোষণা করেন। অবশেষে রাজনীতির মধ্যকার দা-কুমড়া সম্পর্কের সব বিভেদ ভুলে নির্বাচনী প্রচারণায় নেমেছেন দুই ভাই।

বর্তমানে দুই ভাই এক হয়ে এ আসনে ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে একই মঞ্চে ভোট প্রার্থনা করছেন। দুই ভাই একসঙ্গে নির্বাচনী গণসংযোগ, উঠান বৈঠক, মতবিনিময় সভাসহ সব কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

আনোয়ার হোসেন বুলু বলেন, নানা কারণে দীর্ঘ প্রায় ১৬ বছর আমাদের দুই ভাইয়ের মধ্যে সম্পর্ক ভালো যাচ্ছিল না। কিন্তু রাজনীতি আবার আমাদের দুই ভাইকে একত্রিত করে দিয়েছে। এখন আমরা সব বিভেদ ভুলে গিয়ে দুই ভাই এক হয়েছি।

এখন আমরা দুই ভাই ধানের শীষের এক রক্ষক। আসন্ন নির্বাচন যদি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে হয় এবং সাধারণ ভোটারা যদি ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার সুযোগ পান তাহলে ধানের শীষ প্রতীক অবশ্যই বিপুল ভোটে বিজয়ী হবে।

সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির বলেন, এ আসনের মানুষ এখন অত্যাচারের কষাঘাতে জর্জরিত। তাদেরকে অত্যাচারী শাসকের হাত থেকে রক্ষা করার জন্য আল্লাহর অশেষ রহমতে আমরা দুই ভাই আবার মিলিত হয়েছি। আমাদের একত্রিত শক্তিকে আর কেউ পরাজিত করতে পারবে না। কারণ আমরা সবসময় জনগণের জন্য রাজনীতি করে এসেছি। আশা রাখি আসন্ন নির্বাচনে কোনো শক্তিই আমাদের বিজয়কে আটকাতে পারবে না।