ধানের শীষ পেলেও বিএনপিকে পাচ্ছেন না শামীম সাঈদী

পিরোজপুর-১ (সদর, নাজিরপুর ও নেছারাবাদ) আসনে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের প্রার্থী জামায়াতের শামীম সাঈদীর নির্বাচনী মার্কা ধানের শীষ হলেও তার পাশে নেই জেলা বিএনপির নেতাকর্মীরা।

প্রতীক বরাদ্দের পর আওয়ামী লীগের প্রার্থী শ ম রেজাউল করিম দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রতিদিন সভা-সমাবেশ করছেন। নৌকার পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে সড়ক-হাটবাজার। প্রতিদিন মাইকিংয়ে ব্যস্ত থাকিছেন প্রচারকর্মীরা। সেখানে এখনো মাঠে দেখা মিলছে না শামীম সাঈদীকে। তার পক্ষে প্রচারে কোনো পোস্টার নেই। চলছে না মাইকিং।
মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে শামীম সাঈদী।

গত মঙ্গলবার ১১ ডিসেম্বর পিরোজপুর শহরের বাইপাস সড়কে সাঈদী ফাউন্ডেশন থেকে অস্ত্র ও বোমাসহ জেলা জামায়াতের অর্থ সম্পাদক সোহরাব হোসেন জুয়েল, জামায়াত নেতা শওকত আলী ও নুরুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। পরে জানা যায়, গ্রেপ্তারদের মধ্যে দুজন শামীম সাঈদীর মনোনয়নপত্রের প্রস্তাবকারী ও সমর্থনকারী। এর পর তাদের অস্ত্র ও বিস্ফোরক আইনে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। বোমা ও অস্ত্রসহ জামায়াত কর্মী গ্রেপ্তারের ঘটনায় বিএনপির নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে শামীম সাঈদীর প্রচার বন্ধ করে দেন বলে একটি সূত্রে জানা গেছে।

এ ছাড়াও এই আসনের নাজিরপুর উপজেলা বিএনপিসহ উপজেলার মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীরা মিটিং-মিছিল করে শামীম সাঈদীকে অবাঞ্ছিতসহ বয়কটের ঘোষণা দেন। এ সম্পর্কে শামীম সাঈদীর ভাই ইন্দুরকানি উপজেলা পরিষদের চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেন, গ্রেপ্তার দুজন শামীম সাঈদীর মনোনয়নপত্রের প্রস্তাবক ও সমর্থনকারী। মূলত তাদের রাজনৈতিকভাবে হয়রানির জন্য এ মামলা দেওয়া হয়েছে। আমরা এ বিষয়ে রিটার্নিং অফিসারকে লিখিতভাবে জানিয়েছি।

স্থানীয় বিএনপির সূত্রে জানা গেছে, পিরোজপুর-১ আসনে বিএনপি দলীয় প্রার্থী চেয়েছিল তারা। জেলা বিএনপি শামীম সাঈদীকে পিরোজপুর-২ আসন ছেড়ে দিতে চেয়েছিল। কিন্তু জামায়াত পিরোজপুর-১ আসনে নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়ায় আসনটি ছেড়ে দেয় বিএনপির নেতৃত্বাধীন জোট। দলীয় প্রার্থী না পেয়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে চাপা ক্ষোভ রয়েছে। এ কারণে তার শামীম সাঈদীর পক্ষে মাঠে নামছেন না।

পিরোজপুর জেলা বিএনপির সভাপতি গাজী নুরুজ্জামান বলেন, যেখানে জোটের প্রার্থী যে দলের, সেখানে ওই দল প্রচার বা সভা-সমাবেশের উদ্যোগ নেবে। বিএনপির নেতাকর্মীরা তাতে অংশ নেবেন। পিরোজপুর-১ আসনে জামায়াতের প্রার্থী শামীম সাঈদী। তিনি নিজেই এখনো প্রচার শুরু করেননি। তাহলে বিএনপি মাঠে নামবে কীভাবে?