লাশ হলে নিরাপত্তা নিয়ে কী করব : কনকচাঁপা

বিএনপি মনোনীত প্রার্থী কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা বলেছেন, ‘আমি লাশ হয়ে গেলে নিরাপত্তা নিয়ে কী করব? নির্বাচন কমিশনের দায়িত্ব কী শুধু সরকারদলীয় মানুষের নিরাপত্তা দেওয়া? অন্য কোনো দলের মানুষ কি বাংলাদেশের জনগণ নয়?’

গতকাল বগুড়ায় পর্যটন করপোরেশন মোটেলে সংবাদ সম্মেলনে তিনি এসব প্রশ্ন তোলেন। তিনি সিরাজগঞ্জ-১ (কাজীপুর ও সদর উপজেলার আংশিক) আসন থেকে নির্বাচন করছেন।

সংবাদ সম্মেলনে কনকচাঁপা অভিযোগ করেন, তাকে ফোনে এবং বিভিন্নভাবে তার নেতাকর্মীদের হুমকি দেওয়া হচ্ছে। এসব বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের কাছে অভিযোগ দেওয়া হয়েছে। তিনি (রিটার্নিং কর্মকর্তা) বলেন, হুমকি-ধমকির তো কোনো প্রমাণ নেই। কিছু ঘটলে ব্যবস্থা নেওয়া হবে।

কারা হুমকি দিচ্ছে জানতে চাইলে কনকচাঁপা সুনির্দিষ্টভাবে কারো নাম উল্লেখ করেননি। ১০ ডিসেম্বর নির্বাচনী প্রচারের জন্য সিরাজগঞ্জে আসেন তিনি। সেদিন থেকেই গণসংযোগের জন্য নির্বাচনী এলাকা কাজীপুরে যাওয়ার চেষ্টা করছেন। কিন্তু বিভিন্নভাবে নানা রকম হুমকি, ভয়-ভীতির কারণে সম্ভব হচ্ছে না।

কনকচাঁপা জানান, গত রবিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই কালো রঙের একটি জিপ তাকে অনুসরণ করে। প্রায় ১০ কিলোমিটার সড়ক তাকে অনুসরণ করে গাড়িটি। একপর্যায়ে সন্দেহ হলে তার গাড়ি থামান। এ সময় ওই জিপও তার গাড়ির সামনে এসে দাঁড়িয়ে যায়।

কনকচাঁপা অভিযোগ করেন, ‘এতদিন নেতাকর্মীদের ভয়-ভীতি দেখানো হয়েছে। এতেও তারা ক্ষান্ত হচ্ছিল না। পরে আমার গাড়ি অনুসরণ করা হয়েছে। এটা কি আমাকে গুমের লক্ষণ?’ তিনি বলেন, অন্য প্রার্থীদের ভোট দেওয়ার বিষয়ে তো বিধি-নিষেধ নেই। ধানের শীষে ভোট চাওয়ার জন্যই গণসংযোগ করা। কিন্তু ওই অধিকারও মনে হচ্ছে নেই। ভোটে দাঁড়িয়ে তাকে দাদার বাড়িতেও যেতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তার।

এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত ও মৌখিক অভিযোগ করা হয়েছে। তিনি জানিয়েছেন, কোনো কিছু ঘটলে তাকে জানাতে হবে। তাহলে ব্যবস্থা নেবেন।