ধানের শীষের প্রার্থীর গণসংযোগে খালেদা জিয়ার বোন

‘কন্ঠ আমার রুদ্ধ, আমার বাঁশীতে সুর নাই। নতুন দিন আসবে, নতুন সূর্য উঠবে, নতুন সকাল হবে।’ আওয়ামীলীগ ভোটে জিততে পারবে না বলেই তারা হামলার পথ বেছে নিয়েছে। তারা ভোট ডাকাতি করতে চায়। তাই হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সকলকে ভোটকেন্দ্র পাহারা দিতে হবে। যাতে তারা ভোট ডাকাতি করতে না পারে। গনতান্ত্রিক ও শান্তিপূর্নভাবে সরকার পরিবর্তন করতে ধানের শীষে ভোট দিন। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে ডোমারে বিভিন্ন পথসভায় উল্লেখিত কথাগুলো বলেন বিএনপি মনোনীত ঐক্য ফ্রন্টের প্রার্থী খালেদা জিয়ার বড়বোনের স্বামী অধ্যাপক রফিকুল ইসলাম।

রোববার (১৬ ডিসেম্বর) দিনব্যাপী ডোমার পৌরসভা ও উপজেলার বিভিন্ন এলাকার পথসভায় ভোটাদের সাথে কুশল বিনিময় এবং ভোট প্রার্থনা করেন। এসময় তার সাথে ছিলেন খালেদা জিয়ার বড়বোন সেলিমা ইসলাম।

পৌরসভার প্রশিকা মোড়ে দুপুর ১২টার দিকে পৌর বিএনপির সভাপতি মোস্তফা ফিরোজ প্রধানের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন-নীলফামারী জেলা বিএনপি’র সভাপতি এ্যাডভোকেট আনিছুল আরেফিন চৌধুরী,সহ-সভাপতি এ্যাড. মিজানুর রহমান শামিম, সাংগঠনিক সম্পাদক মীর সেলিম ফারুক, ডোমার উপজেলা বিএনপির সাধারন সম্পাদক রেয়াজুল ইসলাম কালু, জেলা যুবদলের সাধারন সম্পাদক শাহাদাত হোসেন প্রমূখ।

এসময় তিনি আরো বলেন, দুনীতিতে দেশ দ্বিতীয় স্থান দখল করেছে। শেয়ার বাজার ধংস, ব্যাংকের কোটি কোটি টাকা লোপাট করেছে। আওয়ামীলীগের নেতারা লক্ষ কোটি টাকা লোন নিয়ে পরিশোধ করছে না। ব্যংকগুলোকে দেউলিয়া বানিয়েছে। তারা ড.কামালের গাড়ীসহ ঐক্যফ্রন্টের প্রার্থীদের উপর হামলা করছে।

গায়েবী মামলা, হামলা করে নির্বাচন থেকে নেতাকর্মীদের দুরে রাখার চেষ্টা করছে। আওয়ামীলীগের সাবেক নেতা ড.কামাল হোসেন, কাদের সিদ্দিকী, সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া সাহেবের ছেলে,সাবেক সাংসদ গোলাম মাওলা রনিসহ অনেকে ঐক্য ফ্রন্টের প্রতীক ধানের শীষ মার্কা নিয়ে নির্বাচন করছে।