কীভাবে বিজয়ী করবেন, সেটা আ’লীগের দায়িত্ব: রওশন এরশাদ

ময়মনসিংহ-৪ (সদর) আসনে মহাজোটের প্রার্থী ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, ‘আপনারা (আওয়ামী লীগ) আমাকে মহাজোটের প্রার্থী করেছেন। আমাকে কীভাবে বিজয়ী করবেন, এটা আপনাদেরই (আ’লীগ) দায়িত্ব।’

শনিবার ময়মনসিংহের সিটি কলেজিয়েট স্কুল প্রাঙ্গনে মহাজোটের যৌথ নির্বাচনী সভায় একথা বলেন তিনি।

ক্ষমতায় আওয়ামী লীগের থাকা নিয়েও প্রচ্ছন্ন খোটা দেন এরশাদ-পত্নী।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ একটা বড় দল। এক সময় আমরাও (জাতীয় পার্টি) বড় দল ছিলাম। নানা কারণে এখন ছোট দল হয়ে গেছি।

কিন্তু এই ছোট দলের (জাপা) সহযোগিতা নিয়েই আপনারা বড় দল (আ’লীগ) ক্ষমতায় আছেন, ভালো আছেন। আপনারা (আ’লীগ) আমাকে মহাজোটের প্রার্থী করেছেন। আমাকে কীভাবে বিজয়ী করবেন, এটা আপনাদেরই দায়িত্ব।’

তিনি বলেন, এখন দেশ ভালোভাবে চলছে। উন্নয়ন হচ্ছে, দেশ এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়নের লক্ষ্যে ‘নৌকা ও লাঙল’ ঐক্য হয়েছে। দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে মহাজোটকে বিজয়ী করতে হবে।

সব ভেদাভেদ ভুলে গিয়ে সবাইকে একসাথে কাজ করতে হবে। আজকে বিজয়ের মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বিজয়ের মাসে ইনশাল্লাহ আমরা জয়লাভ করব।

তাই আগামীতে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে মুক্তিযুদ্ধের পক্ষের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। এতে উন্নয়নের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত আরো শক্তিশালী হবে।

মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত যৌথ নির্বাচনী সভায় আরো বক্তব্য রাখেন সাবেক ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, আওয়ামী লীগের জেলা সভাপতি জহিরুল হক খোকা, মহানগর সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত।

সূত্রঃ পরিবর্তন