মরাকে মেরে লাভ নেই : আব্দুর রব

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে ঐক্যফ্রন্ট নেতা জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব বলেছেন, ‘সব কিছুর শেষ আছে, মরাকে মেরে লাভ নেই। আমি আ স ম আব্দুর রব, মাহমুদুর রহমান মান্না, নজরুল ইসলাম খান, ডা. জাফর উল্লাহ, হাসান উদ্দিন সরকার- আমরা যারা এখানে বসে আছি সবাই মুক্তিযুদ্ধ করেছি। আমরা মৃত্যুকে ভয় পাইনা। আমরা কয়েকবার মারা গিয়েছি।’
গতকাল শনিবার ময়মনসিংহ অভিমুখে জাতীয় ঐক্যফ্রন্টের প্রথম পথসভায় বিকেলে গাজীপুর ২ আসনে ধানের শীষের প্রার্থী সালাউদ্দিন সরকারের নির্বাচনী প্রচারণায় এ কথা বলেন রব।

শেখ হাসিনাকে উদ্দেশ করে জেএসডির সভাপতি আরও বলেন, ‘আপনিতো মুক্তিযুদ্ধ দেখেন নাই। আমাদের জীবনের শেষ অংশে ধানের শীষ নিয়ে ৩০ তারিখে জয়লাভ করার জন্য, গণবিপ্লব, গণজাগরণ করার জন্য গণতন্ত্রের লড়াইয়ে নেমেছি, এ লড়াইয়ে জিততে হবে। এ লড়াই বাঁচা মরার লড়াই।’

আ স ম আব্দুর রব আরও বলেন, ‘৭০ এর নির্বাচনে যেমন ভোটের বিপ্লব হয়েছিল ২০১৮ সালের নির্বাচনেও ভোটের বিপ্লবে ধানের শীষের বিজয় হবে।’

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘১৯৭১ সালের ১৯ মার্চ রাত থেকে ২৮ মার্চ পর্যন্ত হিন্দু মুসলমান মা বোনদের উপর যে কমান্ডো বাহিনী অত্যাচার করেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করে নিয়ে গেছে, সেই বাহিনীর কমান্ডারের হাতে শেখ হাসিনা নৌকা তুলে দিয়েছেন। শক্তিশালী কেন্দ্র কমিটি গঠন করে ভোটের আগের দিন রাত থেকে কেন্দ্র পাহারা দিতে হবে। ভোটের আগের রাতে যেন সিল মেরে ব্যালটবাক্স ভরে রাখতে না পারে সে ব্যাপারে কড়া পাহারা দিতে হবে।’

গাজীপুর মহানগর বিএনপির সভাপতি হাসান উদ্দিন সরকারের সভাপতিত্বে জনসভায় আরো বক্তৃতা করেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, নাগরিক ঐকের আহবায়ক মাহমুদুর রহমান মান্না,গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরউল্লাহ চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান,ডা. এজেডএম জাহিদ হোসেন,গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. সোহরাব উদ্দিন প্রমুখ।