রবের ৭২ ঘণ্টার আলটিমেটাম

জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ও জেএসডির সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ২৪ ঘণ্টা থেকে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিলাম, কোনো নেতাকর্মীকে গ্রেফতার করবেন না।

শনিবার সন্ধ্যায় গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা উড়ালসেতুর পাশে এক পথসভায় পুলিশ বাহিনীর উদ্দেশে এ আলটিমেটাম দেন রব। শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকিরের সভাপতিত্বে ও শ্রীপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম আবুল কালাম আজাদের পরিচালনায় নির্বাচনী সভায় প্রধান অতিথি ছিলেন রব।

পুলিশ বাহিনীর উদ্দেশে রব আরও বলেন, আপনারা আমাদের ভাই, আমাদের সন্তান, আমরা এ দেশের নাগরিক। আমরা চাই, আপনারা বেআইনিভাবে আমাদের নিরীহ নেতাকর্মীদের গ্রেফতার করবেন না। এতে নেতাকর্মীদের মাঝে যেমন শঙ্কা তৈরি হবে, সাধারণ ভোটারদের মাঝেও আতংক সৃষ্টি হবে।

ঐক্যফ্রন্ট ক্ষমতায় গেলে বিরোধী দল যারাই থাকুক না কেন তাদের ওপর কোনো অত্যাচার-নির্যাতন করা হবে না বলেও উল্লেখ করেন এ ঐক্যফ্রন্ট নেতা। জাতীয় ঐক্যফ্রন্টের মনোনীত গাজীপুর-৩ (শ্রীপুর-পিরুজালী-ভাওয়ালগড়-মির্জাপুর) আসনের প্রার্থী ইকবাল সিদ্দিকীর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়।

এতে বিশেষ অতিথি বঙ্গবীর কাদের সিদ্দিকী ছাড়াও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. সফিকুল ইসলাম আকন্দ, গাজীপুর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেন সবুজ, শ্রীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, শ্রীপুর পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট কাজী খান, শ্রীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল্লাহ শহীদ প্রমুখ।

কর্মিসভা শেষে জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা ময়মনসিংহের উদ্দেশে রওনা দেন।

সূত্র: যুগান্তর