কর্মীরা রক্ষা না করলে মরেই যেতাম : মির্জা আাব্বাস

নির্বাচর্নী প্রচারণায় হামলার সময় দলের নেতাকর্মীরা রক্ষা না করলে মরে যেতেন বলে জানিয়েছেন ঢাকা-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আজ শনিবার দুপুর আড়াইটায় শাহাজানপুরের নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে হামলার প্রতিবাদ জানিয়ে একথা বলেন তিনি।

মির্জা আব্বাস বলেন, ‘হামলার সময় দলের নেতাকর্মীরা আমাকে রক্ষা না করলে আমি মরেই যেতাম। আমি হামলার তীব্র নিন্দা জানাচ্ছি।’

এর আগে শনিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচা কাঁচাবাজার এলাকায় নির্বাচনী প্রচারণার সময় ঢাকা-৮ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মির্জা আব্বাসের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় দলের প্রায় ৬০ জন নেতাকর্মী আহত হয়েছেন।

সংবাদ সম্মেলনে বিএনপির এই নেতা বলেন, ‘সরকারের পেটুয়া বাহিনী যুবলীগ ও ছাত্রলীগ পুলিশের আশ্রয়-প্রশ্রয়ে আমাদের ওপর নির্মমভাবে হামলা চালিয়েছে। তারা আমাদের নেতাকর্মীদের রড ও লাঠি দিয়ে আঘাত করে গুরুতর আহত করেছে। আহতদের অনেকেই হাসপাতালে চিৎসাধীন আছেন।’

মির্জা আব্বাস বলেন, ‘আমি নির্বাচনী প্রচারণার আগে রমনা থান ও শাহাবাগ থানায় চিঠি দিয়েছি। কিন্তু তারা কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেননি। এমনকি শাহাবাগ থানা আমার চিঠি গ্রহণ করেননি।’ হামলার সময় পুলিশের দুই কর্মকর্তাকে অনুরোধ করা সত্ত্বেও তারা হামলা প্রতিরোধ করতে আসেনি বলেও জানান ঢাকা-৮ আসনের বিএনপির প্রার্থী মির্জা আব্বাস।

বিএনপির এই নেতা বলেন, ‘হামলা-মামলা যতই চলুক, আমরা নির্বাচনী প্রচারণা চালিয়ে যাব। আগামী ৩০ ডিসেম্বর জনগণ অবশ্যই বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষে রায় দিবে।’- দৈনিক আমাদের সময়।