ধ্যানে বসে বাঘের পেটে

গভীর জঙ্গলে ধ্যান করতে গিয়েছিলেন বৌদ্ধ সন্ন্যাসী রাহুল ওয়াল। কিন্তু ধ্যানরত অবস্থায় চিতাবাঘের আক্রমণে প্রাণটাই হারালেন তিনি। গত মঙ্গলবার ভারতের মহারাষ্ট্রের চন্দ্রপুর জেলার রামদেগি জঙ্গলে এ ঘটনা ঘটে। ঘটনার পর জঙ্গলে কড়া নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছেন স্থানীয় বনকর্মীরা।

ভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, জঙ্গলের ভেতরে বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটি মন্দির রয়েছে। জঙ্গলটি বাঘের অভয়ারণ্য। নিজের নিরাপত্তার তোয়াক্কা না করে মন্দির এলাকা ছেড়ে জঙ্গলের গভীরে ধ্যান করতে গিয়েছিলেন রাহুল। তিনি গত এক মাস ধরে একটি গাছের নিচে বসে ধ্যান করছিলেন। বেশ কয়েক দিন ধরে সেখানে চিতাবাঘের আনাগোনা বেড়ে যাওয়ায় সতর্কতা জারি করেছিল স্থানীয় প্রশাসন।

কিন্তু প্রশাসনের নির্দেশে অন্যত্র যাওয়ার আগেই রাহুলকে নিজের শিকার বানিয়ে ফেলে চিতাবাঘটি। মহারাষ্ট্রের তাদোবা আন্ধারি বাঘ সংরক্ষণ প্রকল্পের উপপরিচালক গজেন্দ্র নারওয়ান এ তথ্য নিশ্চিত করেছেন। নারওয়ান জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে এ ঘটনা ঘটে। একটি প্রাচীন ঐতিহাসিক বৌদ্ধমন্দির রয়েছে জঙ্গলে। গত এক মাস ধরে ওই মন্দির থেকে রাহুলের কাছে খাবার সরবরাহ করা হতো। বাঘের হামলায় নিহত তার মরদেহ উদ্ধার করেছে মহারাষ্ট্র পুলিশ।