প্রধানমন্ত্রী পতাকা ব্যবহার করলে ড. কামালও করবেন’

একাদশ সংসদ নির্বাচনের প্রচারে প্রধানমন্ত্রী জাতীয় পতাকা ব্যবহার করলে ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেনও পতাকা ব্যবহার করবেন। প্রধানমন্ত্রী পুলিশ প্রোটেকশন পেলে ড. কামাল কেনো পাবেন না। তাকেও এই সুযোগ দিতে হবে’

শুক্রবার (১৪ ডিসেম্বর) রাজধানীর পল্টনে জাতীয় ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন জেএসডির প্রধান আ স ম আবদুর রব।

সংবাদ সম্মেলনে রব বলেন, আমাদের উপর আজ হামলা হয়েছে, আমরা যেনো নির্বাচন থেকে সরে যাই। আমরা নির্বাচনে আছি এবং থাকবো। আমাদের উপর হামলার পরও আমরা কর্মীদের তা প্রতিরোধের কথা বলবো না।

তিনি বলেন, আমরা নির্বাচনে লড়াই করতে চাই। এ লড়াই গণতন্ত্র রক্ষার, দেশের মানুষকে রক্ষার, দেশের গরিব মানুষকে বাঁচাবার লড়াই।

তিনি আরও বলেন, আপনারা আমাদের বাধা দেবেন, আমরা বসে থাকবো। এটা কি মগের মুল্লুক? এ লড়াইয়ে আমরা জিততে চাই। এ লড়াইয়ে বাধা দিলে বাধা আসবে। তবুও নির্বাচন থেকে আমরা সরবো না।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় নেতা মাহমুদুর রহমান মান্না, সুব্রত চৌধুরী, রেজা কিবরিয়া, মোস্তফা মোহসিন মন্টু প্রমুখ।