প্রচার গাড়ি ভাঙচুর বিএনপিপ্রার্থীর ওপর হামলা, ছাত্রলীগ নেতার জেল

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরুর চতুর্থ দিন গতকালও দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অর্ধশতাধিক। হামলা হয়েছে একাধিক বিএনপিপ্রার্থীর গাড়িবহরে।

এর মধ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় ঢুকে প্রশাসনের সামনেই বিএনপিপ্রার্থী আজহারুল ইসলাম মান্নানের ওপর হামলা চালানো হয়েছে। এ ঘটনায় ছাত্রলীগের নেতাকে গ্রেপ্তারের পর কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আড়াইহাজারেও আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে কয়েক দফা সংঘর্ষে অন্তত ৩৫ জন আহত হয়েছেন।

ঢাকা-১৮ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী জেএসডির সাংগঠনিক সম্পাদক শহিদ উদ্দিন মাহমুদ স্বপনের গণসংযোগে ধাওয়া করেছে ছাত্রলীগ ও যুবলীগ। বিকালে রাজধানীর উত্তরখান শাহ কবির মাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ও প্রার্থী বিকল্প রাস্তা দিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন।

এদিকে আওয়ামী লীগ থেকে ঐক্যফ্রন্টে যোগ দেওয়া সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদের গাড়িতে হামলা হয়েছে পাবনায়। এ ছাড়া ঝালকাঠি, নেত্রকোনা, বগুড়া, নোয়াখালী, লক্ষ্মীপুর, বরিশালের গৌরনদী, ব্রাহ্মণবাড়িয়ায়ও বিএনপি প্রার্থীদের প্রচারে হামলা হয়েছে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর।

নারায়ণগঞ্জ : সোনারগাঁও উপজেলায় আইনশৃঙ্খলা সভায় নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের ওপর হামলা চালান পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইকরামুল হাসান রনি। গতকাল বিকালে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত নির্বাচনী আচরণবিধি বিষয়ক এ সভায় প্রবেশ করে রনি লোহার রড নিয়ে মান্নানের ওপর হামলা করেন। এতে তিনি আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সেই সঙ্গে রনিকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তিন মাসের কারাদ- দেওয়া হয়।

নারায়ণগঞ্জের আড়াইহাজারে আওয়ামী লীগ ও বিএনপিপ্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ৩৫ জন আহত হয়েছেন। গতকাল দুপুরে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের চারগাঁও ও পুরিন্দা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এর ফলে ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় আধঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

পাবনা ও সাঁথিয়া : পাবনা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যাপক আবু সাইয়িদের গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত হয়েছেন চারজন। আবু সাইয়িদ বেড়ার বাসা থেকে বের হয়ে সাঁথিয়া বাজারের শিমুলতলা মোড়ে পৌঁছলে একদল দুর্বৃত্ত লাঠিসোটা নিয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে। পরে তিনি ভাঙা গাড়িটি নিয়ে সাঁথিয়া থানায় আশ্রয় নেন। এ ঘটনায় সাঁথিয়ার সহকারী রিটার্নিং অফিসার জাহাঙ্গীর আলমের কাছে অভিযোগ করেছেন আবু সাইয়িদ।

ঝালকাঠি : ঝালকাঠি-২ আসনের বিএনপি প্রার্থী জীবা আমিনা খান ও তার সমর্থকদের গাড়ি ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে জেলা শহরের বিশ্বরোড এলাকায় এ ঘটনা ঘটে।

নেত্রকোনা : কেন্দুয়া-আটপাড়া আসনে বিএনপি প্রার্থী রফিকুল ইসলাম হেলালীর বাড়িতে হামলা, ইটপাটকেল নিক্ষেপ ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে দাবি দলটির। এ সময় হামলাকারীদের না ধরে পুলিশ বিএনপির ৯ নেতাকর্মীকে আটক করে নিয়ে গেছে বলেও অভিযোগ তাদের। অন্যদিকে আটপাড়ায় নৌকার প্রচার মিছিলে পেট্রোল বোমা হামলার কথা জানিয়েছে পুলিশ।

ওসি অভি রঞ্জন দেব বলেন, বুধবার সন্ধ্যায় উপজেলা সদরের ইটাখলা বাজারে এ হামলা হয়। এতে অন্তত সাতজন আহত হয়েছেন। এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। এ ছাড়া মামলা ও অভিযোগের পরিপ্রেক্ষিতে পূর্বধলা উপজেলা বিএনপির সম্পাদক ফকির সায়েদ আল মামুন শহীদসহ জেলায় বিএনপির ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বগুড়া : বগুড়া-১ আসনে বিএনপিপ্রার্থী কাজী রফিকুল ইসলামের পোস্টারে এবং আওয়ামী লীগ প্রার্থী আব্দুল মান্নানের প্রচার মাইকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সারিয়াকান্দির বিএনপি নেতা শাহীন রেজার অভিযোগ, গতকাল সন্ধ্যায় হাসনাপাড়া বাজারে লাগানো ধানের শীষের পোস্টারগুলো আওয়ামী লীগ নেতাকর্মীরা খুলে নেয়। এর পর স্তূপ করে আগুন ধরিয়ে দেয়। এ ছাড়া বিএনপি নেতাকর্মীরা আগুন ধরিয়ে দেয় আওয়ামী লীগ প্রার্থী আব্দুল মান্নানের প্রচার মাইকে।

নোয়াখালী : হাতিয়ার নলেরচরে বিএনপি প্রার্থী প্রকৌশলী ফজলুল আজিমের গাড়িবহরে হামলা চালায় দুর্বৃত্তরা। এতে অন্তত ১০ জন আহত হন। আটটি গাড়ি ভাঙচুর ও সাংবাদিকদের ক্যামেরা ছিনতাই হয়। স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। অপরদিকে একই আসনে নৌকা মার্কার প্রধান নির্বাচনী এজেন্ট ইউসুফ আলী অভিযোগ করেছেন, ফজলুল আজিমের সমর্থকরা দরবেশ বাজার ও আল আমিন বাজারে নৌকা মার্কার নির্বাচনী অফিস ভাঙচুর করেছে।

রামগঞ্জ : লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থীর কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। এর প্রতিবাদে ধানের শীষ প্রতীকের প্রার্থী সাহাদাত হোসেন সেলিমের বাড়ির উঠান বৈঠকের চেয়ার-টেবিল ও নেতাকর্মীদের মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।

গৌরনদী (বরিশাল) : উপজেলা সদরের বিএনপি, যুবদল ও ছাত্রদলের ১১ নেতার বাড়িঘরে হামলা, ভাঙচুরসহ তাদের পরিবারের সদস্যদের মারধরের অভিযোগ উঠেছে যুবলীগ-ছাত্রলীগের বিরুদ্ধে। বিএনপি নেতা শরীফ জহির সাজ্জাদ হান্নানের স্ত্রী নাছরিন পারভীন জানান, বুধবার রাতে স্থানীয় এক পৌর কাউন্সিলরের নেতৃত্বে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা চালায়।

ব্রাহ্মণবাড়িয়া : সদর উপজেলার জঙ্গলীসার গ্রামে আওয়ামী লীগের প্রার্থী ওবায়দুল মুক্তাদির চৌধুরীর নির্বাচনী অফিসে আগুন দিয়েছে দুর্র্বৃত্তরা। অন্যদিকে বিজয়নগরে সিঙ্গারবিল ইউনিয়নের মেরাসানী গ্রামে আওয়ামী লীগের অপর একটি নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে বিএনপির বিরুদ্ধে। এ ছাড়া বিজয়নগরে বিএনপির গণসংযোগের প্যান্ডেল ভাঙচুর করে কাপড়ে আগুন ধরিয়ে দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

ধর্মপাশা (সুনামগঞ্জ) : উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন যুবলীগের একাংশের সভাপতি জাকির হোসেনের বিরুদ্ধে বিএনপির নির্বাচনী কার্যালয় দখলের অভিযোগ উঠেছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন জাকির হোসেন।

নরসিংদী : মনোহরদীতে বিএনপিপ্রার্থী সরদার সাখাওয়াত হোসেনের গণসংযোগে হামলা চালিয়েছে যুবলীগ-ছাত্রলীগ। এ সময় ১৩টি মোটরসাইকেল আগুনে জ্বালিয়ে দেওয়া হয়; ভাঙচুর করা হয় বেশ কয়েকটি গাড়ি। হামলায় বিএনপির ৫ নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনকে ঢাকায় পাঠানো হয়েছে।

মুন্সীগঞ্জ : কার্যালয় ভাঙচুর ও নেতাকর্মীদের মারধরের অভিযোগ করেছেন জেলা বিএনপির সভাপতি আব্দুল হাই। এ ঘটনায় বিএনপির ছয় নেতাকর্মী আহত হয়েছেন।