কর্মী নেই তাই একাই প্রচারণা চালাচ্ছেন মফিজউদ্দিন মাস্টার

একাদশ জাতীয় সংসদ নির্বাচন আর কয়েকদিন পরেই। ইতিমধ্যেই নির্বাচনী প্রচারণা শুরু করেছেন সব দলের প্রার্থীরা। অন্য দলের প্রার্থীরা যেখানে হাজার-হাজার কর্মী সমর্থক নিয়ে প্রচার চালাচ্ছেন, সেখানে ব্যতিক্রম বাসদের প্রার্থী মুক্তিযোদ্ধা মফিজউদ্দিন। কোনো কর্মী না থাকায় একাই চালাচ্ছেন নিজের প্রচারনার কাজ।

গত কয়েকদিন ধরেই গাজীপুর-৩ আসনের শ্রীপুর পৌর এলাকার বিভিন্ন স্থানে ভোটারদের হাতে পৌঁছে হ্যান্ডবিলের মাধ্যমে ভোট ও দোয়া প্রার্থনা করছেন। চলতি বছর ৭১ বছরে পা রেখেছেন বীর মুক্তিযোদ্বা এসএম মফিজউদ্দিন। তিনি শ্রীপুরের বরমী কাঠালী এলাকার এসএম আব্দুর রহমানের ছেলে। ২০০৬ সালে শ্রীপুরের হাজী আব্দুল কাদের প্রধান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ থেকে অবসর নেন। নবম ও দশম সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য তিনি বিভিন্ন দলের কাছে মনোনয়ন চেয়েও পাননি, তবে এবার তিনি পেয়েছেন বাসদের মনোনয়ন।

আজ বৃহস্পতিবার পৌর এলাকার মাওনা চৌরাস্তায় ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে মই প্রতীকের ভোট প্রার্থনা করতে দেখা যায় তাকে। এ সময় তিনি আমাদের সময়কে জানান, রাজনীতির গুনগত অবস্থা পরিবর্তনের লক্ষ্যে তিনি এ নির্বাচনে প্রার্থী হয়েছেন। তিনি একজন মুক্তিযোদ্ধা ও শিক্ষক হিসেবে ভোট প্রার্থনা করছেন। তার আশা ভোটাররা যোগ্য ব্যক্তিকেই আসন্ন নির্বাচনে ভোট দিবে। তিনি সবার চেয়ে যোগ্য আর বিজয়ী হতে পারলে ধনী ও গরিবের বৈষম্য কমানোর বিষয়ে ব্যবস্থা নিবেন।

মফিজউদ্দিন আরও জানান, নির্বাচনে অর্থ খরচের ব্যবস্থা তার হয়ে না উঠায় এখনও কর্মীবাহিনী তৈরি করতে পারেননি তিনি। যদিও এটা নিয়ে তার কোনো দুঃখ নেই বলে জানান। কারণ ভোটের পেছনে তিনি কোনো অর্থ খরচ করবেন না। একাই শেষ দিন পর্যন্ত চালিয়ে যাবেন নিজের প্রচারের কাজ।

বাসদের মফিজউদ্দিন ছাড়াও গাজীপুর-৩ আসনে ব্যাপক প্রচার চালাচ্ছেন আওয়ামী লীগের ইকবাল হোসেন সবুজ, ঐক্যফ্রন্টের প্রার্থী ইকবাল সিদ্দিকী, ইসলামী আন্দোলনের রহমত উল্লাহ। যদিও আরও প্রার্থী রয়েছেন জাতীয় পার্টির আফতাব উদ্দিন, তরিকত ফেডারেশনের রফিকুল ইসলাম ও জাকের পার্টির নাসির উদ্দিন।