নৌকার প্রচারে রাজপথে তারকারা

বাকি মাত্র ১৬ দিন। সন্নিকটে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। স্বাধীনতার স্বপক্ষ শক্তি হিসেবে পরিচিত আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) রাজপথে দেখা গেলো তাঁরার মিছিল। খেলোয়াড় থেকে চিত্রশিল্পী, সঙ্গীতশিল্পী থেকে অভিনয়শিল্পীসহ সকল অঙ্গনের তারকা ও বুদ্ধিজীবীরা রাজপথে নেমে নৌকাকে বিজয়ী করতে দেশবাসীকে আহ্বান জানালেন।

বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ঢাকার বিভিন্ন রাস্তায় কভার্ডভ্যানে করে প্রচারপত্র বিলি করেন তারকারা। আওয়ামী লীগের এ নির্বাচনী প্রচারণায় রাজপথে নামেন নাট্যজন সৈয়দ হাসান ইমাম, রোকেয়া প্রাচী, শাকিল খান, জাহিদ হাসান, অরুণা বিশ্বাস, বাঁধন, নূতন, শমী কায়সার, মাহফুজ আহমেদ, তানভীন সুইটি, মাহফুজ, তারিন, শামীমা তুষ্টি, সায়মন। ছিলেন সঙ্গীত শিল্পী এস ডি রুবেল, কবি তারিক সুজাত, সংস্কৃতিকর্মী গোলাম কুদ্দুছ, এক সময়ের তারকা ফুটবলার সত্যজিৎ দাস রুপুসহ আরও অনেকে।

আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে নৌকাকে জয়ী করতে তারকাসমৃদ্ধ এই প্রচারাভিযান উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সাংস্কৃতিক চেতনা নির্বাচনে সাম্প্রদায়িক শক্তিকে পরাভূত করবে এই আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, সারাদেশের নৌকার যে গণজোয়ার তা আছড়ে পড়ছে সাংস্কৃতিক অঙ্গনে। এই প্রচণ্ড রোদের মধ্যে আপনারা বসে আছেন, এটা একটা চেতনার বিষয়, আদর্শের বিষয়। এই আদর্শ, চেতনা, মূল্যবোধ আপনাদেরকে এখানে বসিয়ে রেখেছে। এতে বোঝা যায়, আগামী নির্বাচনে আমরাই বিজয়ী হব।

বক্তব্য শেষে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বর্ণাঢ্য শোভাযাত্রায় প্রচারাভিযান শুরুর সময় শিল্পী, সাহিত্যিক, খেলোয়াড় ও বুদ্ধিজীবী সবাই একে একে পিকআপ ভ্যানে ওঠেন। এরপর চিত্রনায়ক শাকিল খানের ছাদখোলা গাড়িতে ওঠেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ এবং উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম। তাঁদের গাড়িটি প্রচারাভিযানের শুরুতে দলের স্লোগান দিয়ে চলতে শুরু করে।

এই শোভাযাত্রা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হয়ে, শাহবাগ, বাংলামোটর, কারওয়ান বাজার, ফার্মগেইট, জাতীয় সংসদ ভবন হয়ে শেষ হয় ধানমণ্ডি ৩২ নম্বর গিয়ে।

এসময় আটটি ট্রাক থেকে দেশের তারকা শিল্পীরা সাধারণ মানুষের কাছে আওয়ামী লীগের প্রচারপত্র বিলি করেন। এতে তুলে ধরা হয়েছে আওয়ামী লীগ সরকারের ১০ বছরের উন্নয়নচিত্র।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান।