সরে দাঁড়ালেন রওশন, সেন্টুর বিদায়

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৪ আসনের পাশাপাশি ময়মনসিংহ-৭ আসনেও মনোনয়নপত্র দাখিল করেছিলেন জাতীয় পার্টির জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান রওশন এরশাদ। গতকাল ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন মহাজোটের হয়ে লাঙল প্রতীকের প্রার্থী রওশন এরশাদ।

বিকালে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক বরাবর এ সংক্রান্ত একটি চিঠি দিয়েছেন তিনি। রিটার্নিং অফিসার সুভাষচন্দ্র বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে ঢাকা-১৩ আসনে মহাজোটের প্রার্থী সাদেক খানকে সমর্থন জানিয়ে ভোটের মাঠ থেকে সরে দাঁড়ালেন একই আসনের জাতীয় পার্টির উন্মুক্ত প্রার্থী শফিকুল ইসলাম সেন্টু।

দলীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের প্রার্থীকে সমর্থন দিয়ে ময়মনসিংহ-৭ আসনে নিজের মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য রিটার্নিং অফিসারের কাছে আবেদন করেছেন রওশন এরশাদ। ফলে ওই আসনে এখন মহাজোটের প্রার্থী থাকবেন হাফেজ মাওলানা রুহুল আমীন মাদানী।

তবে ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় একাদশ সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা পেরিয়ে যাওয়ায় এটি গ্রহণের সুযোগ নেই বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার। অন্যদিকে, জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গাকে ইতোমধ্যে বিষয়টি অবহিত করেছেন জানিয়ে সেন্টু বলেন, ব্যক্তিস্বাধীনতার কথা বিবেচনা করে জাপা মহাসচিব বিষয়টাকে স্বাভাবিকভাবেই নিয়েছেন বলে আমার বিশ্বাস।

কোনো প্রকার ক্ষোভ থেকে এ সিদ্ধান্ত নেননি বলে গতকাল গণমাধ্যমকে নিশ্চিত করেন সেন্টু। শফিকুল ইসলাম সেন্টু ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক। তিনি ঢাকা-১৩ আসনে মহাজোটের প্রার্থী হতে চেয়েছিলেন। পরে মহাজোট থেকে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খানকে মনোনয়ন দেওয়া হয়। অন্যদিকে সেন্টুকে করা হয় উন্মুক্ত প্রার্থী।