ভৈরবে প্রায় তিনশত বিএনপির নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন।
আজ (শনিবার) সকালে স্থানীয় আওয়ামী লীগ অফিসে উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদি এলাকার প্রায় দুইশত এবং পৌর শহরের কালীপুর গ্রামের একশত বিএনপির নেতাকর্মী উপস্থিত হয়ে আওয়ামী লীগে যোগদান করেন।
এসময় তারা নৌকার মনোনীত প্রার্থী নাজমুল হাসান পাপনকে ভোট দেয়ার অঙ্গীকার করেন।
নেতাকর্মীদের মধ্য গজারিয়া ইউপির মানিকদিরর ওয়ার্ড বিএনপির সহসভাপতি মোঃ সুলতানের নেতৃত্বে দুইশত এবং শহরের কালীপুর ১২ নাম্বার ওয়ার্ড বিএনপির নেতা নজরুল ইসলামের নেতৃত্বে প্রায় একশতজন আওয়ামী লীগে যোগদান করে।
এসময় ফুল দিয়ে শুভেচ্ছাসহ মিষ্টি মুখ করিয়ে যোগদানকৃত নেতাকর্মীদেরকে স্বাগত জানানো হয়।
উক্ত যোগদান অনুষ্ঠানে আওয়ামী লীগ অফিসে উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্জ মোঃ সায়দুল্লাহ মিয়া, সাধারণ সম্পাদক জাহাংগীর আলম সেন্টুসহ স্থানীয় আরও আওয়ামী লীগ নেতাকর্মী উপস্থিত ছিলেন।