মতিয়া চৌধুরীর বিপক্ষে লড়বেন উপজেলা চেয়ারম্যান রিপন

শেরপুর-২ (নালিতাবাড়ী-নকলা) আসনে বিএনপি থেকে দলের চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন সদ্য পদত্যাগী নালিতাবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ কে এম মুখলেছুর রহমান রিপন। তিনি এখন আওয়ামী লীগের প্রার্থী দলটির প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর সাথে লড়বেন।

এর আগে গত ২৭ নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত পত্রে এ আসন থেকে তিনজনকে দলের মনোনয়নপত্র দেওয়া হয়। তারা হলেন, এ কে এম মুখলেছুর রহমান রিপন, চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার এম হায়দার আলী ও প্রকৌশলী ফাহিম চৌধুরী।

২ ডিসেম্বর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাচাই-বাছাই শেষে এ কে এম মুখলেছুর রহমান রিপনের মনোনয়নপত্র বাতিল করা হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের মন্ত্রণালয় কর্তৃক গ্রহণের কপি না থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়। পরে নির্বাচন কমিশনের আপিল বিভাগে আপিল করলে ৫ ডিসেম্বর তার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করে নির্বাচন কমিশন।

অবশেষে শুক্রবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তাকে চূড়ান্তভাবে শেরপুর-২ আসনের মনোনয়ন দেওয়া হয়। আগামী ৩০ ডিসেম্বর চারবারের সংসদ সদস্য ও তিনবারের মন্ত্রী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর সাথে লড়াইয়ে অবতীর্ণ হবেন তিনি।