অবশেষে রাজশাহী-৬ আসনে প্রার্থিতা ফিরে ফেলেন বিএনপির চাঁদ

রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে বিএনপির আবু সাঈদ চাঁদ আপিলে প্রার্থিতা ফিরে পেয়েছেন। শনিবার সকালে ঢাকার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে শুনানি শেষে নির্বাচন কমিশন চাঁদের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা দেয়। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

তিনি বলেন, বিএনপি নেতা আবু সাইদ চাঁদের নির্বাচনে আর বাধা থাকল না। প্রার্থিতা ফিরে পেয়েছেন। ফলে নির্বাচনে অংশ নিতে পারবেন কারাগারে থাকা এ নেতা। এর আগে গত ২ ডিসেম্বর আবু সাইদ চাঁদসহ রাজশাহীতে মোট ২৩ জনের প্রার্থিতা বাতিল করেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

বাঘা-চারঘাট আসনে প্রার্থী থাকলেন আওয়ামী লীগের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি, বিএনপির আবু সাঈদ চাঁদ, জেলা বিএনপির সহ-সভাপতি বজলুর রহমান ও নুরুজ্জামান খান মানিক, জাতীয় পার্টির ইকবার হোসেন ও ইসলামী আন্দোলনের আবদুস সালাম সুরুজ।