নির্বাচনে পটুয়াখালী-২ আসনের স্বতন্ত্র প্রার্থী জামায়াত নেতা ড. শফিকুল ইসলাম মাসুদের মনোনয়নপত্রে তিনজন ভোটারের স্বাক্ষর গড়মিল পাওয়ার অভিযোগে রিটার্নিং কর্মকর্তা প্রার্থিতা বাতিল করেছিলেন। তবে শুক্রবার (৭ ডিসেম্বর) দ্বিতীয় দিনের শুনানিতে নির্বাচন কমিশনে ওই তিন জন ভোটারকে উপস্থিত করে প্রার্থীতা ফিরে পেয়েছেন তিনি।
সকালে সাবেক ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডা. শফিকুল ইসলাম মাসুদের পক্ষে আপিল শুনানি করেন আইনজীবীরা। তারা বলেন, তিনজন ভোটারের স্বাক্ষর গড়মিল পাওয়ায় প্রার্থিতা বাতিল করেছিল। কিন্তু কোন গড়মিল নেই। আপিল বিভাগ চাইলে এ ভোটারদের উপস্থিত করতে পারি।
পরে ভোটারদের যাচাই-বাছাইয়ের জন্য আপিল আদেশ স্থগিত করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদাসহ ইসি কমিশনাররা।পরে প্রার্থী মাসুদের পক্ষে স্বাক্ষরকারী ভোটার মাহবুব আলম খান, আয়শা বেগম ও নুপুরের জাতীয় পরিচয়পত্র ও স্বাক্ষর পরীক্ষা করে আপিল বিভাগে দাখিল করলে তার প্রার্থীতা ফিরিয়ে দেন ইসি।এর আগে বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) প্রথম দিন ১০ জন ভোটারকে উপস্থিত করে প্রার্থিতা ফিরে পেয়েছিলেন গাইবান্ধার এক জামায়াত নেতা।
সূত্র: মানবজমিন, নয়াদিগন্ত