এই মাত্র পাওয়া: আ’লীগের চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়লেন মন্ত্রী মায়া

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এর মধ্যে চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে বাদ দেয়া হয়েছে।

সেখানে মনোনয়ন দেয়া হয়েছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি নুরুল আমিন খান রুহুলকে। এ ছাড়া চাঁদপুর-৪ আসনে সাবেক সংসদ সদস্য ড. শামছুল হক ভূঁইয়াকে বাদ দেয়া হয়েছে। এ আসনে মনোনয়ন দেয়া হয়েছে সাংবাদিক মোহাম্মদ শফিকুর রহমানকে।

শুক্রবার আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ ঘোষণা দেন। এবারের নির্বাচনে প্রথম থেকেই আলোচনায় ছিলেন আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

উল্লেখ্য, গত ১১ বছর আগে দায়ের হওয়া মামলা থেকে মায়াকে খালাস দেয়া হয় চলতি বছরের ৮ অক্টোবর। একই সঙ্গে তার বিরুদ্ধে নিম্ন আদালতের দেয়া ১৩ বছরের সাজার রায়ও বাতিল করা হয়।

সূত্র: যুগান্তর