২০৬ আসনে বিএনপি প্রার্থীর নাম ঘোষণা করলেন ফখরুল

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০৬ আসনের জন্য বিএনপির প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। বাকি ৯৪টি আসন জোট ও শরিকদের জন্য ছেড়ে দিয়েছে দলটি।

আজ শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদ সম্মেলন করে এ কথা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবাদ সম্মেলনে তিনি ২০৬টি আসনের মধ্যে চূড়ান্ত প্রার্থীদের নাম তুলে ধরেন।

নির্বাচনে অংশ নিতে প্রার্থীদের নামগুলোর তালিকা :
পঞ্চগড় :

পুরোনো ছবি

পঞ্চগড়-১ আসন থেকে নর্বিাচনের জন্য মনোনীত হয়েছেন ব্যারিস্টার মো. নওশাদ জামিল।

পঞ্চগড়-২ থেকে ফরহাদ হোসেন আজাদ।

ঠাকুরগাঁও :

ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচন করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঠাকুরগাঁও-৩ জাহিদুর রহমান।

দিনাজপুর :

দিনাজপুর-১ আসন থেকে প্রার্থী ঘোষণা হয়নি। তবে দিনাজপুর-২ থেকে নির্বাচনে অংশ নেবেন মো. সাদিক।

দিনাজপুর-৪ মো. আখতারুজ্জামান মিয়।,

দিনাজপুর-৫ এ জেড আর রেজাউল হক।

নিলফামারী :

নিলফামারী-১ আসন থেকে ভোটে লড়বেন রফিকুল ইসলাম।

লালমনিরহাট :

লালমনিরহাট-১ থেকে নির্বাচন করবেন মো. হাসান রাজিব প্রধান।

লালমনিরহাট-২ মো. রোকনউদ্দীন বাবু।

লালমনিরহাট-৩ আসাদুল হাবীব দুলু।

রংপুর :

রংপুর-১ আসনের প্রার্থী ঘোষণা না হলেও রংপুর-২ মো. তারিক সরকার নির্বাচন করবেন।

রংপুর-৩ রিটা রহমান।

রংপুর-৪ মো. ইমদাদুল হক।