মায়ের কাছ থেকে ইশরাক নিয়েছেন ৬১ লাখ টাকা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনে ধানের শীষ প্রতীকে মনোনীত প্রার্থী ইশরাক হোসেন মায়ের কাছ থেকেই প্রায় ৬১ লাখ টাকা নিয়েছেন। এ ছাড়া তার শেয়ারবাজারে সম্পদের পরিমাণ ৩ কোটি টাকা।

তিনি ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে। ৪টি ব্যবসায়ী প্রতিষ্ঠানের পরিচালক হলেও ব্যবসা থেকে তার কোনো আয় প্রদর্শন করা হয়নি। গত বুধবার নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।

ইশরাক হোসেন তার মা মিসেস ইসমত আরার কাছ থেকে ৬১ লাখ ৩৭ হাজার ২২২ টাকা ঋণ নিয়েছেন। আর স্বল্পমেয়াদি ঋণ রয়েছে ৩ লাখ ৫০ হাজার টাকা। তবে তার বাড়ি ও দোকানভাড়া থেকে বার্ষিক আয় ১ লাখ ৮ হাজার টাকা। শেয়ার ও ব্যাংকসুদ থেকে আয় হয় ৪ লাখ ৮৯ টাকা এবং চাকরি থেকে আয় ৪০ লাখ ৬৪ হাজার ৯৯৮ টাকা। তার ব্যাংক

ও আর্থিক প্রতিষ্ঠানে অস্থাবর সম্পদ রয়েছে ১ কোটি ৭৮ লাখ ৪৮ হাজার ২৩৭ টাকা। ডায়নামিক স্টিল কমপ্লেক্স লি.-এর নামে প্রায় ২ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার রয়েছে। এ ছাড়া নগদ অর্থের পরিমাণ ৭৭ হাজার ৫০০ টাকা। আসবাব ও ইলেক্ট্রনিক্সের পরিমাণ ২ লাখ ৩১ হাজার ৪০০ টাকা।

তার কৃষি জমির মূল্য প্রায় ৩০ লাখ ২৫ হাজার ৬৫০ টাকা আর অকৃষিজ জমি রয়েছে ৩২ লাখ ৫৬ হাজার ৮০০ টাকা মূল্যের। দালানও রয়েছে ১৩ লাখ ৫৯ হাজার ৭৪ টাকার। এ ছাড়া ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের একটি ফ্ল্যাট রয়েছে তার। সুত্র: – আমাদের সময়