বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিকল্প প্রার্থী মোরশেদ মিল্টনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
এছাড়াও ঢাকা-২০ আসনে বিএনপির প্রার্থী তমিজ উদ্দিন, ঢাকা-১ আসনে খন্দকার আশফাক ও কিশোরগঞ্জ ২ আসনে মেজর অব মো. আখতারুজ্জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) সকালে নির্বাচন কমিশনের এজলাস কক্ষে শুনানিকালে তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা কর হয়েছে।
বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) সকাল ১০টায় রাজধানীর অাগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ শুনানি শুরু হয়। অাজ মোট ১৬০ জন অাবেদনকারীর অাপিল শুনানি গ্রহণ করবে কমিশন।
প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরীর উপস্থিততে আপিল শুনানি গ্রহণ করা হচ্ছে।