অবশেষে গোলাম মাওলা রনির মনোনয়নপত্র বৈধ ঘোষণা

আর মাত্র কয়েকদিন বাদেই অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় নির্বাচন। এ নিয়ে সবার মাঝেই কাজ করছে এক অন্যরকম উত্তেজনা। তবে এবার নির্বাচনে অনেক কিছুই দেখা যাবে যা আগে দেখা যায়নি। তবে ভোটের মাঠের চিত্র পাল্টেছে মনোনয়ন বাছাই এর পর। প্রথমে অনেকরই বাতিল হয়েছিল মনোনয়ন।

পটুয়াখালি-৩ আসনে আওয়ামী লীগ থেকে সদ্য বিএনপিতে যোগ দেয়া গোলাম মাওলা রনির মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছিলেন তিনি। আবেদন শুনানির পর আজ বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) নির্বাচন কমিশন এই রায় দেয়।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) মোট ৫৪৩ জন আপিল করেছেন। এসব আবেদন নিয়ে আজ থেকে শুনানি শুরু হয়েছে। আগামী শনিবার পর্যন্ত এই শুনানি চলবে। আপিল যাচাই বাছাই শেষে সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হচ্ছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন রনিসহ ৫৪৩ জন। আজ থেকে টানা তিনদিন এসব আপিল আবেদন শুনানি নিষ্পত্তি করবে ইসি। তফসিল অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।