ইসিতে আপিল করে বৈধ হলেন যারা, দেখুন তালিকা…

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রার্থিতার পক্ষে-বিপক্ষে করা আপিলের ওপর শুনানি চলছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় নির্বাচন ভবনে এ শুনানি শুরু হয়।

আপিলের পর পটুয়াখালী-৩ গোলাম মাওলা রনি, ঢাকা-২০ বিএনপির তমিজ উদ্দিন ও ঢাকা-১ বিএনপির প্রার্থী খন্দকার আবু আশফাক নির্বাচনে প্রার্থিতা ফিরে পান।

এছাড়া, ঝিনাইদহ-৩ কামরুজ্জামান স্বাধীন, কুমিল্লা-৩ কে এম মুজিবুল হক, মানিকগঞ্জ-১ মো তোজাম্মেল হক, সিলেট-৫ ফয়জুল মুনীর চৌধুরী, ময়মনসিংহ-৩ আহাম্মদ তায়েবুর রহমান, কুড়িগ্রাম-৪ ইউনুছ আলী, বরিশাল-২ আনিচুজ্জামান, ঝিনাইদহ-৪ আব্দুল মান্নান, ব্রাহ্মণবাড়িয়া-৩ সৈয়দ আনোর আহাম্মদ লিটন, বিবাড়িয়া-৫ মামুনুর রশিদ, ঢাকা-১৪ জাকির হোসেন, ঢাকা ১৪ বিএনপির আবুবকর সিদ্দিক, ও ঢাকা-৫ আসনে মো সেলিম ভূঁইয়াও নির্বাচনে যোগ্য বলে আপিলে রায় পান।

এছাড়া বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে খালেদা জিয়ার বিকল্প প্রার্থী মোরশেদ মিল্টনের আপিল মঞ্জুর করে তার প্রার্থিতার বৈধতা দেওয়া হয়েছে।

গত তিন দিনে নির্বাচন কমিশনে (ইসি) মোট ৫৪৩টি আপিল জমা পড়ে। গতকাল বুধবার শেষ দিনে ২২২টি আপিল জমা পড়ে বলে ইসি সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, প্রথম দিন ৩ ডিসেম্বর ৮৪, দ্বিতীয় দিন ৪ ডিসেম্বর ২৩৭ এবং শেষ দিন বুধবার ২২২টি আপিল জমা পড়ে।

শুনানিতে প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) অন্যান্য কমিশনার, ইসির সচিব ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটরা উপস্থিত আছেন।

এ উপলক্ষে নির্বাচন ভবনের ১১ তলায় ট্রায়াল রুম তৈরি করেছে ইসি।

সূত্র জানায়, বৃহস্পতিবার প্রথম দিন ১ থেকে ১৬০, দ্বিতীয় দিন শুক্রবার ১৬১ থেকে ৩১০ এবং তৃতীয় দিন শনিবার ৩১১ থেকে ৫৪৩ পর্যন্ত শুনানি অনুষ্ঠিত হবে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মোট ৩ হাজার ৬৫টি মনোনয়নপত্র জমা পড়েছিল।

গত ২ ডিসেম্বর যাচাই-বাছাইয়ের পর নানা কারণে ৭৮৬টি বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তারা। এদের মধ্যে অনেকেই প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল আবেদন করেছেন।

উল্লেখ্য, আগামী ৯ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন এবং ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেয়া হবে। আর ভোট গ্রহণ ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।