নির্বাচনে আছেন জিয়া পরিবারের একজন

এবারের নির্বাচনে বর্তমান বাংলাদেশের রাজনীতি অনেকটাই পরিবার-আত্মীয় কেন্দ্রীক। অনেক ক্ষেত্রে দেখা গেছে, একই পরিবারের সদস্য বা আত্মীয় ভিন্ন ভিন্ন দলের রাজনীতিতেও রয়েছেন। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও একই চিত্র লক্ষ্য করা গেছে।

দেখো গেছে, একই পরিবার থেকে একাধিক ব্যক্তিকে নির্বাচনে প্রার্থী হতে। শুধু পরিবারের সদস্য নন, সেই সাথে শীর্ষ নেতৃত্বের আত্মীয়-স্বজনরাও নির্বাচনে অংশ নিচ্ছেন।পরিবার কেন্দ্রীক রাজনীতিতে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবার সব সময়ই আলোচনার কেন্দ্রে ছিলো। কিন্তু এবারের অবস্থা পুরাটাই আলাদা। কারণ জিয়া পরিবারের গুরুত্বপূর্ণ কেউ নেই আসন্ন নির্বাচনে।

তবে জিয়া পরিবারের একজন আত্মীয় নির্বাচনে অংশ নিয়েছেন।চূড়ান্ত মনোনয়ন তালিকায় দেখা গেছে, জিয়া পরিবার থেকে শুধু একজনই রয়েছেন বিএনপির প্রার্থী তালিকায়। তিনি হলেন নীলফামারী-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী রফিকুল ইসলাম চৌধুরী। তিনি খালেদা জিয়ার ছোট বোন সেলিনা ইসলাম বিউটির স্বামী। তার মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।