অাগামী ৩০ সে ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন।একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনীতিক দল গুলো নিজেদের লক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছে । প্রধান বিরোধী দল বি এনপি তাদের চুড়ান্ত প্রার্থীদের মনোনয়ন দিয়েছে। এবারের নির্বাচনে বিএনপির সথে যুক্ত হয়ে নির্বাচন করবে ২০ দলীয় জোট ও জাতীয ঐক্যফ্রন্ট।
এবার বিএনপির সঙ্গে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবে ১১টি রাজনৈতিক দল। বুধবার (৫ ডিসেম্বর) নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বিএনপি। এর আগে ১১ নভেম্বর আটটি দল এই প্রতীকে নির্বাচন করবে বলে কমিশনকে জানানো হয়েছিল।
বুধবার বিকেলে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের নেতৃত্বে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত ওই চিঠি ইসিতে পৌঁছে দেওয়া হয়। এছাড়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘মুক্ত খালেদা জিয়াকে’ সঙ্গে নিয়েই বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলের যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
তিনি বলেন, ‘আমরা সর্বশেষ সময় পর্যন্ত আশাবাদী যে, মুক্ত বেগম খালেদা জিয়াকে নিয়েই আমরা নির্বাচনে অংশগ্রহণ করবো।’ আজ কমিশনকে দেওয়া চিঠিতে উল্লেখ করা নতুন তিনটি দল হলো, ড. কামাল হোসেনের দল গণফোরাম, আ স ম আবদুর রবের জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি ও কাদের সিদ্দিকীর বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগ।