গ্রেপ্তার-হয়রানি বন্ধে ইসিতে ৪র্থ বারের মতো বিএনপির চিঠি

বিএনপির নেতাকর্মীদের বিনা কারণে গায়েবি মামলায় গ্রেপ্তার ও একাদশ সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের গ্রেপ্তার করে হয়রানি না করার অনুরোধ জানিয়ে চতুর্থবারের মতো প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর চিঠি পাঠিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ ধবার দুপুরের মির্জা ফখরুলের স্বাক্ষরিত ওই চিঠি রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে পাঠানো হয়।

চিঠিতে লেখা হয়, বিএনপি নেতাকর্মীদের বিনা কারণে গায়েবি মামলায় গ্রেপ্তার ও সংসদ নির্বাচনে মনোনয়নপ্রত্যাশীদের গ্রেপ্তার এবং কয়েকদিন পর আদালতে প্রেরণ করার বিষয়ে বিএনপির পক্ষ থেকে ১৭.০৯.২০১৮ এবং ১৫. ১১. ২০১৮ তারিখে গ্রেপ্তারের তালিকাসহ মামলার তালিকা প্রেরণ করা হয়।

এ ছাড়া পরে ২০.১১.২০১৮ তারিখ মোতাবেক তফসিল ঘোষণার পর মামলার এজাহার নামিয় ৭৯১ জন নেতাকর্মী এবং তফসিল ঘোষণার পর থেকে ৫২৯ জন বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তারের একটি তালিকা মনোনয়ন প্রত্যাশী বিএনপির পাঁচজন নেতাকর্মী গ্রেপ্তারের একটি তালিকা প্রেরণ করা হয়।

পরে ৪ নভেম্বর তৃতীয়বারের মতো বিস্তারিত উল্লেখ করে একটি তালিকা প্রেরণ করা হলেও এখন পর্যন্ত কোনো পদক্ষেপ প্রহণ করা হয়নি।

চিঠিতে আরও বলা হয়েছে, নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করে একের পর এক গ্রেপ্তার, নেতাকর্মীদের বাড়িতে-বাড়িতে তল্লাশি ও ভোটদান থেকে বিরত রাখার জন্য আইনশৃঙ্খলা বাহিনী যে তাণ্ডব চালাচ্ছে, তা আইন বহির্ভূত ও নির্বাচন আচরণবিধি লঙ্ঘনও বটে। এ ব্যাপারে ইসি যদি দ্রুত পদক্ষেপ ও হস্তক্ষেপ গ্রহণ না করেন, তাহলে ইসিকে যে পূর্বেই প্রশ্নবিদ্ধ করা হয়েছে তারই বহিঃপ্রকাশ ঘটবে।

তাই পুনরায় সিইসির কাছে চিঠিতে অনুরোধ জানিয়ে বলা হয়, বিনা কারণে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রেপ্তার ও প্রার্থীদের হয়রানি বন্ধ করা হয়, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে জরুরি ভিত্তিতে নির্দেশ দেওয়ার জন্য।