পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া এসএম শাহজাদা সাজু গতকাল সোমবার নিজের মামা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সঙ্গে সাক্ষাৎ করেছেন।তবে কোনো রাজনৈতিক বা নির্বাচনী কাজে নয়, বরং ব্যক্তিগত কাজেই তিনি মামা নূরুল হুদার সঙ্গে দেখা করেন বলে জানিয়েছেন শাহজাদা সাজু।
৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হতে ইচ্ছুকদের মনোনয়নপত্র বাছাই হয় গত রবিবার। তাতে পটুয়াখালী-৩ আসনে বিএনপির দুই প্রার্থী বাদ পড়লেও ভালোভাবেই উৎরে গেছেন স্থানীয় ছাত্রলীগের সাবেক নেতা শাহজাদা সাজু।
তার একদিন পর সোমবার সন্ধ্যায়ই ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দেখা যায় তাকে। মামা নূরুল হুদার সঙ্গে দেখা করে বেরিয়ে আসার সময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের মুখে পড়েন। কেননা তার আসনে বাদ পড়া বিএনপি প্রার্থী গোলাম মওলা রনিও এদিন আপিল আবেদন করে যান।
শাহজাদা সাজু বলেন, ‘প্র্রধান নির্বাচন কমিশনারের মা অসুস্থ। তার প্রেসক্রিপশন দেওয়ার জন্য এসেছি। আমি আজকেই (গতকাল) কেবল ঢাকায় সেই প্রেসক্রিপশন নিয়ে এসেছি। কারণ স্থানীয় এলাকায় এই ওষুধ পাওয়া যায় না। সেটি দিয়েই চলে এসেছি। আর কোনো কাজ ছিল না। আরেকবার তফসিলের আগেই কেবল ঢাকায় এসেছিলাম।’
মামার কাছে নির্বাচনী কোনো সাহায্য চেয়েছেন কিনা এ প্রসঙ্গে তিনি বলেন, ‘কোনো সাহায্য চাওয়ার প্রশ্নই আসে না। ব্যক্তিগতভাবে আমি নির্বাচন করছি। আর তা নিয়ে কোনো ধরনের সহযোগিতা চাওয়ার এখতিয়ার নেই আমার। নির্বাচন মানুষের গণতান্ত্রিক অধিকার। আমি নিজে স্বাবলম্বী, নিজের ইচ্ছাতেই নির্বাচন করছি। তাই কোনো ধরনের সমস্যা হওয়ার কথা নয়।’
জয়ের ব্যাপারে আশাবাদী জানিয়ে সাজু বলেন, ‘এলাকায় জনগণ আমার পক্ষে। এলাকার উন্নয়নে কাজ করতে চাই। আশা করি, সুষ্ঠু ভোটের মাধ্যমে আমি জয়লাভ করব।’ এ আসনের বর্তমান সংসদ সদস্য, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক খ ম জাহাঙ্গীর হোসাইনকে বাদ দিয়ে শাহজাদাকে প্রার্থী করছে আওয়ামী লীগ।