গোপালগঞ্জ-৩ জয়ে প্রধানমন্ত্রীকে ‘ভালোবাসা’ জানালেন আসিফ নজরুল!

গোপালগঞ্জ-৩ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আনুষ্ঠানিকভাবে তাকে জয়ী ঘোষণা করা না হলেও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন বার্তা জানানো নানান ছবি শেয়ার করছেন অনেকেই। শুভাকাঙ্ক্ষী-সমর্থকরা এ কাজ করলে সেটা কোনও নতুন আগ্রহ তৈরি করে না। বরং আলোচনা তুঙ্গে ওঠে, যখন আওয়ামী লীগ সরকারের সমালোচনায় মুখর থাকা কোনও ব্যক্তিত্ব এমন ছবি শেয়ার করেন। আর সেই ব্যক্তিটি যখন হন, আসিফ নজরুলের মতো আলোচিত ব্যক্তি, তখন তো কৌতুহল জাগাই স্বাভাবিক।

ঘটনাটা এমনই। নিজের ফেসবুক পেইজে আজ মঙ্গলবার বিকালে এ রকম একটি ছবি শেয়ার করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও সাবেক সাংবাদিক আসিফ নজরুল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত ওই ছবিতে লেখা রয়েছে, ‘গোপালগঞ্জ-৩ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় মমতাময়ী জননী দেশরত্ন শেখ হাসিনাকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও মুজিবীয় শুভেচ্ছা।’

ছবিটি শেয়ার করে এর ক্যাপশনে কোনও কথাই লেখেননি কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের মেয়ের জামাই আসিফ নজরুল। বরং জুড়ে দিয়েছেন ভালোবাসাসূচক চিহ্ন।

বরাবরই গণমাধ্যমে সরকারের কঠোর সমালোচনায় সরব থাকেন আসিফ নজরুল। দুই দিন আগেও ফেসবুকে মহাজোট বনাম জাতীয় ঐক্যফ্রন্টের ভোট নিয়ে একটি পোলিং তৈরি করেছিলেন তিনি। আর এ কারণেই এবার প্রধানমন্ত্রীর যে ছবি শেয়ার করেছেন, তা নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। আসলেই তিনি প্রধানমন্ত্রীকে ভালোবাসা জানালেন, নাকি পরোক্ষভাবে বিদ্রুপ করলেন -সেটা পরিষ্কার নয়।