সিলেট-২ আসনের সংসদ সদস্য (এমপি) ও জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইয়াহইয়া চৌধুরী এহিয়ার গাড়িতে গুলি ছুঁড়ে হামলার অভিযোগ পাওয়া গেছে। জবাবে এমপি নিজেও গাড়ি থেকে নেমে পাল্টা গুলি চালিয়েছেন বলে জানা গেছে।
শনিবার মধ্যরাতে ওসমানী নগরের বুরুঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সিলেট-২ আসনের বর্তমান সাংসদ এহিয়া।
এমপি এহিয়া চৌধুরীর ব্যক্তিগত সহকারী আবু বক্কর সাংবাদিকদের বলেন, ব্যক্তিগত গাড়িযোগে সিলেট শহরে ফিরছিলেন এহিয়া চৌধুরী। পথে বুরুঙ্গা ইকবাল আহমদ উচ্চ বিদ্যালয়ের সামনে আসামাত্রই ৪-৫ অজ্ঞাতনামা দুর্বৃত্ত তাদের গাড়িতে হামলা চালালে গাড়ির সামনের কাঁচ ভেঙে যায়।
ঘটনার পর দুর্বৃত্তরা গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যাচ্ছে দেখে এমপি গাড়ি থেকে নেমে তার ব্যক্তিগত রিভলবার দিয়ে ১০ রাউন্ড গুলি ছুড়েন বলে জানান তিনি।
জানা যায়, এমপির গাড়িতে হামলার পর দুর্বৃত্তরা গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়। সে সময় এমপি এহিয়া চৌধুরী তার ব্যক্তিগত রিভলবার দিয়ে দুর্বৃত্তদের লক্ষ্য করে পাল্টা ১০ রাউন্ড গুলি ছুড়েন। হামলার ঘটনায় এমপি অক্ষত থাকলেও তাকে বহনকারী জিপ গাড়িটি (ঢাকা-মেট্রো-ঘ-১১-০৫৩১) ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় ওই রাতেই এমপির ব্যক্তিগত সহকারী আবু বক্কর বাদী হয়ে ওসমানীনগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আল মামুন বলেন, তাৎক্ষণিক ঘটনাটি না জানালেও ঘণ্টা খানেক পরে থানায় হাজির হয়ে হামলার ঘটনাটি জানান সংসদ সদস্য এহিয়া। এ ঘটনায় দায়ের করা জিডিতে অজ্ঞাতপরিচয় ৪ থেকে ৫ জন হামলাকারী তাদের গাড়িতে হামলা চালিয়ে ও ১০ রাউন্ড গুলি ছোড়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে।
সূত্র: বিডিমর্নিং, প্রিয়.কম