নির্বাচন পর্যবেক্ষক সংস্থা জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ (জানিপপ) ও তার চেয়ারম্যান নাজমুল আহসান কলিমুল্লাহকে নির্বাচন পর্যবেক্ষক হিসেবে দেখতে চায় না বিএনপি। তাকে ভোট পর্যবেক্ষণ থেকে বিরত রাখতে নির্বাচন কমিশনে (ইসি) চিঠি দিয়েছে দলটি।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠিটি শনিবার সিইসির কাছে পৌঁছে দেয় বিএনপির একটি প্রতিনিধি দল।
চিঠিতে বলা হয়, জানিপপের চেয়ারম্যান বর্তমানে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তিনি গত রংপুর সিটি নির্বাচনের সময় এক আওয়ামী লীগ নেতার পক্ষে প্রচার চালান। এছাড়া বিভিন্ন টকশোতে আওয়ামী লীগের পক্ষে বক্তব্য দিয়ে থাকেন। তিনি আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন খান আলমগীরের ভাগনে। একটি বিশেষ রাজনৈতিক দলের মেয়র প্রার্থীর পক্ষে প্রচার চালিয়ে তিনি তার নিরপেক্ষতা ভঙ্গ করেছেন।
ফখরুল স্বাক্ষরিত আরও তিনটি চিঠি দেওয়া হয় সিইসি বরাবর। এতে বিএনপির নেতা কর্মীদের গ্রেপ্তার বন্ধ, গ্রেপ্তারদের মুক্তি, পুলিশ ও জনপ্রশাসনে প্রত্যাহার এবং রদবদলের মাধ্যমে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবি জানানো হয়।
এছাড়া ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল থেকে নিয়োগ ও প্রশিক্ষণ কার্যক্রম বাতিল, ভোটকেন্দ্রে নিয়োজিত আইন শৃঙ্খলাবাহিনী সদস্যদের নাম, পদবি ও র্যাংক ব্যাচ পরে দায়িত্ব পালন নিশ্চিতকরণ।