আওয়ামী লীগের মনোনয়ন জমা ২৮১
আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে যারা মনোনয়ন জমা দিয়েছেন তাদের মধ্যে সবচেয়ে বেশি বিএনপির। এই দলটির ৬৯৬ জন নেতা প্রার্থী হতে জমা দিয়েছেন মনোনয়ন। তবে দলটির আট শতাধিক নেতাকে দেয়া হয়েছিল চিঠি। অর্থাৎ একশরও বেশি মনোনয়ন পাওয়া নেতা প্রার্থী হতে চাননি।
যারা প্রার্থিতা জমা দিয়েছেন তাদের মধ্যে ২৮১ জন আওয়ামী লীগের, ২৩৩ জন জাতীয় পার্টির। অন্যান্য রাজনৈতিক দলের মনোনয়ন জমা পড়েছে এক হাজার ৩৫৭ জন। সব মিলিয়ে দলগুলোর প্রার্থী দুই হাজার ৫৬৯ জন। বাকি ৪৯৮ জন স্বতন্ত্র। অবশ্য অনলাইনে জমা পড়া ২৩টি মনোনয়নপত্র এই হিসাবের বাইরে।
সব মিলিয়ে আওয়ামী লীগ প্রার্থিতা জমা দিয়েছে ২৬৪ আসনে আর বিএনপির প্রার্থিতা জমা পড়েছে ২৯৫ টিতে।
সবচেয়ে বেশি আসনে প্রার্থিতা জমা দিয়েছে ইসলামী আন্দোলন। একটি আসন ছাড়া সবগুলোতে তারা প্রার্থী দিয়েছে। সব মিলিয়ে হাতপাখায় লড়তে চান ২৯৯ জন।
বৃহস্পতিবার রাতে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।
আগামী ৩০ ডিসেম্বরের ভোটে লড়তে মনোনয়নপত্র জমার শেষ সময় ছিল বুধবার বিকাল পাঁচটা পর্যন্ত। রাতে কমিশন তিন হাজার ৫৬ টি মনোনয়ন সরাসরি জমা দেয়ার কথা জানায়। আর ২৩টি জমা পড়ে অনলাইনে। তবে গতকাল আরও নয়টি মনোনয়ন বেশি জমা পড়ার কথা জানানো হয়। ইসি সচিব জানান, আগেরদিন তড়িগড়ি করে হিসাব দেয়ায় গড়মিল হয়েছিল।
সচিব জানান, নিবন্ধিত ৩৯টি দলের সবগুলোই এবার ভোটে আসতে প্রার্থিতা জমা দিয়েছে। দশম সংসদ নির্বাচনে এই চিত্রটি ছিল উল্টো। বিএনপি-জামায়াত জোটের বর্জনের মধ্যে ১৭টি দল কেবল ভোটে এসেছিল।
আওয়ামী লীগের শরিকদের মধ্যে জাকের পার্টির ১০৮ জন, ওয়ার্কার্স পার্টির ৩৩ জন, জাতীয় পার্টি-জেপির ১৭ জন, গণতন্ত্রী পার্টির আট জন, ন্যাপের ১৪ জন, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের ৫৩ জন তরীকত ফেডারেশনের ২০, সাম্যবাদী দলের তিন জন, ইসলামিক ফ্রন্টের একাংশ ২১ জন, অপর অংশ ২৮ জন, বিএনএফের ৭১ জন, জোট গঠনের আলোচনায় থাকা বিকল্পধারার ৩৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছে।
বিএনপির শরিকদের মধ্যে গণফোরামের ৬১ জন, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির ৫১ জন, কৃষক শ্রমিক জনতা লীগের ৩৭ জন, এলডিপির ১৫ জন, বিজেপির ১১ জন, বাংলাদেশ জাতীয় পার্টির ১৩ জন, মুসলিম লীগের একাংশ ৪৯ জন এবং অপর অংশ ১২ জন, এনপিপির ৯০ জন, কল্যাণ পাটির্র পাঁচ জন, খেলাফত মজলিসের দুই অংশ ১২ জন করে, জমিয়তে উলামায়ে ইসলামের ১৫ জন, জাগপার পাঁচ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এর বাইরে সিপিবির ৭৭ জন, বাসদের ৪৯ জন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৩০জন, গণফ্রন্টের ১৬ জন, বাংলাদেশ ন্যাপে চার জন, সাংস্কৃতিক মুক্তিজোটের একজন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
জোটের বাইরে থাকা ধর্মভিত্তিক দলের মধ্যে ইসলামী ঐক্যজোটের ৩২ জন, খেলাফল আন্দোলনের ২৬ জন
এসব মনোনয়নপত্র বাছাই শুরু হবে ২ ডিসেম্বর। প্রর্থিতা প্রত্যাহার ৯ ডিসেম্বর; আর প্রতীক বরাদ্দ হবে ১০ ডিসেম্বর। এরপর শুরু হবে প্রচার।