এইমাত্র পাওয়া! নরসিংদী-১ আসনের বিএনপি প্রার্থী খোকন কারাগারে


বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৯ নভেম্বর) দুপুরে নরসিংদী জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে বিস্ফোরক মামলায় জামিন চাইলে বিচারক মো. আতাউল্লাহ এ আদেশ দেন।

ঢাকসুর জিএস খায়রুল কবির খোকন আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-১ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী। তিনি নরসিংদী জেলা বিএনপির সভাপতিও। গতকাল বুধবার তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এদিকে নরসিংদী-১ সদর আসনে খায়রুল কবির খোকন ছাড়াও মনোনয়নপত্র জমা দিয়েছেন আরো ছয়জন। তারা হলেন- আওয়ামী লীগের মনোনীত প্রার্থী পানিসম্পদ প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম, জাতীয় পার্টির শাফিকুল ইসলাম, গণফ্রন্টের জাকির হোসেন, ইসলামী ঐক্য জোটের মাওলানা ইসহাক, জাকের পার্টির এড. আরিফ, কাউছার আহমেদ হালিম (স্বতন্ত্র)।