সিইসি’র সঙ্গে দেখা করে ‘২টি শব্দ’ বললেন ব্রিটিশ হাইকমিশনার

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সঙ্গে দেখা করেই চলে গেলেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেইক। এ সময় গণমাধ্যমকর্মীরা তার সঙ্গে কথা বলতে চাইলেও ‘নো কমেন্টস’ বলে চলে যান তিনি।

আগারগাঁওস্থ নির্বাচন ভবনে বৃহস্পতিবার বেলা সোয়া ১১টা থেকে ১১টা ৫০ পর্যন্ত তিনি সিইসির সঙ্গে বৈঠক করেন।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন দিক নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে বলে ধারণা করা হলেও আসলে কী বিষয়ে তিনি সিইসির সঙ্গে বৈঠক করলেন তার সঠিক কোনো তথ্য জানা যায়নি।

সিইসির সঙ্গে বৈঠক শেষে ব্রিটিশ হাইকমিশনার যখন বের হয়ে যান। তখন বৈঠকের বিষয়ে গণমাধ্যমকর্মীরা হাইকমিশনারের সঙ্গে কথা বলতে চাইলে, তিনি ‘নো কমেন্টস’ বলে নির্বাচন ভবন ত্যাগ করেন।

এর আগে সকালে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার।