ক্ষমতাসীন দল আওয়ামী লীগ তাদের চুড়ান্ত প্রার্থীদের মনোনয়নের চিঠি দিয়েছে গত রোববার। এবারের নির্বাচনে আওয়ামী লীগ থেকে অনেকে হেভিওয়েট আ.লীগ নেতারা মনোনয়ন পায়নি । এবারের নির্বাচনে আওয়ামী লীগ থেকে ২৬ বর্তমান এমপি মনোনয়ন থেকে বাদ পড়েছেন তার মধ্যে (ঢাকা- ১) আসনের এমপি যমুনা গ্রুপের চেয়ারম্যানের স্ত্রী সলমা ইসলাম ।
তবে মনোনয়ন না পেয়ে নতুন সিন্ধান্ত নিয়েছেন তিনি ।একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ আসনে সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম এমপির মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে। আসন্ন ভোটের লড়াইয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন তিনি।
বুধবার দুপুরে রিটার্নিং কর্মকর্তার কাছে সালমা ইসলামের পক্ষে মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে।অ্যাডভোকেট সালমা ইসলামের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন যমুনা গ্রুপের পরিচালক (হিসাব) শেখ মোহাম্মদ আব্দুল ওয়াদুদ।
উল্লেখ্য,দোহার-নবাবগঞ্জ মিলে গঠিত ঢাকা-১ আসন। দশম জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন সালমা ইসলাম। তবে এবার ঢাকা- ১ আসনে প্রধানমন্ত্রীর বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা ও আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী শিল্পপতি সালমান এফ রহমান মনোনয়ন পেয়েছেন। তাই এবার সালমা ইসলাম মহাজোট থেকে মনোনয়ন পাননি । তবে তিনি আসা ব্যাক্ত করেছেন জনগন তাকে ভোট দিয়ে পুনরায় জয়যুক্ত করবেন ।