অাগামী ৩০ সে ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন।একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনীতিক দল গুলো নিজেদের লক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছে ।
এরই মাঝে আজ বুধবার (২৮ নভেম্বর) বিকেলে সদ্য বিকল্পধারায় যোগ দেওয়া সাবেক বিএনপি নেতা শমসের মবিন চৌধুরী সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের মনোনয়নপত্র জমা দিয়ে সিলেট জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হলে সেখানে উপস্থিত বিএনপি সমর্থকরা বিক্ষোভ করতে থাকে।
বিক্ষোভের এক পর্যায়ে শমসের মবিন চৌধুরীর গাড়িতে লাথি দেয়ার ঘটনা ঘটে। অন্যরা চৌধুরীকে নিয়ে তীর্যক মন্তব্য করতে থাকেন। বর্তমানে তিনি বি. চৌধুরীর বিকল্প ধারার সভাপতিমণ্ডলীর সদস্য।