অপেক্ষা করেও বিএনপির চিঠি পেলেন না নাজমুল হুদার মেয়ে অন্তরা

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা- ১ আসন থেকে প্রার্থী হওয়ার জন্য দলীয় মনোনয়ন জমা ও স্বাক্ষাতকার দেন বিএনপির সাবেক নেতা ব্যারিস্টার নাজমুল হুদার মেয়ে অন্তরা সেলিমা হুদা। কিন্তু রিটানিং অফিসে মনোনয়ন জমা দেয়ার শেষ দিনেও দলীয় চিঠি পেলেন না অন্তরা।

বুধবার দুপুরে তিনি নিজেই গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আসেন। দীর্ঘ চার ঘণ্টা অপেক্ষা শেষে চিঠি না পেয়ে চলে যান।

গুলশান অফিসে অবস্থানরত বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলামের কর্মকর্তা এসে অন্তরাকে জানান, আপনার বিষয়টি পরে জানানো হবে। এরপর তিনি দুপুর ১২ টা থেকে ৩ টা ১০ মিনিট পর্যন্ত মনোনয়নের জন্য অপেক্ষা করে তিনি চলে যান।

এদিকে গতকাল গণমাধ্যমে খবর আসে অন্তরা বিএনপির মনোনয়ন পাচ্ছেন। অথচ অন্তরা ঢাকা-১ আসন থেকে নির্বাচন করার জন্য বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ শেষে সাক্ষাৎকার দেন।