নিজের নির্বাচনী আসন থেকে বাদ পড়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক নানক। তার ঢাকা-১৩ আসনে এবার আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দলের ঢাকা উত্তর মহানগর কমিটির সাধারণ সম্পাদক সাদেক খান। নিজে মনোনয়ন না পেয়ে আবেগে কেঁদেছেন নানক। তবে একমঞ্চে হাতে হাত রেখে নৌকাকে বিজয়ী করার অঙ্গীকার করেন দুজনেই।
দলীয় কার্যক্রমে সব সময় সক্রিয় থাকা নানককে গত কয়েকদিন অনুপস্থিত থাকলেও সোমবার সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারে একটি মতবিনিময় সভা করেন; সেখানে সাদেক খানকে সমর্থন জানান তিনি।
সোমবার রাজধানী মোহাম্মদপুরে এক কর্মী সভায় বক্তব্য দিতে গিয়ে কান্নায় গলা ধরে আসে ঢাকা-১৩ আসনের এ সংসদ সদস্যের। আসন্ন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া সাদেক খানসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদেরও কান্না করতে দেখা যায়।
সাদেক খানকে ছোট ভাই হিসেবে অভিহিত করে নেতাকর্মীদের নানক বলেন, ‘নৌকার বিজয় নিশ্চিতে মাঠে থাকতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’
এ সময় নিজেও মৃত্যুর আগ পর্যন্ত মোহাম্মদপুর-আদাবরের মানুষের পাশে থাকবেন বলে প্রতিশ্রুতি দেন আওয়ামী লীগের এই নেতা।
নানকের আবেগঘন বক্তব্যে মুগ্ধ হয়ে নতুন প্রার্থী সাদেক খান বলেন, “আমার বড় ভাই জাহাঙ্গীর কবির নানক। কেউ বলতে পারবে না, আমি তার সঙ্গে কোনো দিন বেয়াদবি করেছি। আমার বড় ভাই যে বক্তব্য সবার সামনে দিয়েছেন, আমাকে বুকে তুলে নিয়েছেন এর জন্য আমি ওনাকে স্যালুট জানাই।’
তিনি বলেন, “আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে সকল ভেদাভেদ ভুলে নৌকার স্বার্থে কাজ করতে হবে। যদি কোনো ভুল করে থাকি, তবে আমিও ক্ষমা চাই, সংশোধন করে নেব।”