বিএনপিতে আসলাম, মৃত্যু পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ

অাগামী ৩০ সে ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন।একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনীতিক দল গুলো নিজেদের লক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছে । ক্ষমতাসীন দল আওয়ামী লীগ তাদের চুড়ান্ত প্রার্থী‌দের ম‌নোনয়নের চি‌ঠি দিয়েছে গতকাল। এদিকে আওয়ামী লীগ থেকে অনেকে মনোনয়ন চিঠি না পেয়ে বিভিন্ন দলে যোগ দিচ্ছে তার মধ্যে অন্যতম আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি।

আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিলেন একসময়কার আওয়ামী লীগের এমপি গোলাম মাওলা রনি। সোমবার রাত পৌনে সাতটার দিকে বিএনপির গুলশান কার্যালয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন রনি।

সংবাদ সম্মেলনে রনি বলেন, আমি বিএনপিতে আসলাম এবং মৃত্যুর আগমুহুর্ত পর্যন্ত এখানে থাকবো।তিনি বলেন, বাঙালী জাতীয়তাবাদ ত্যাগ করে বাংলাদেশী জাতীয়তাবাদে আসা কোনো সাধারণ দুর্ঘটনা নয়। সএর সাথে কেবল মাত্র নমিনেশন জড়িত নয়।

তিনি আরো বলেন, আমরা যারা রাজনীতি করি, তাদের সকলের মন এবং মস্তিস্কে নির্বাচন, নমিনেশন পাওয়া, এমপি পদ পাওয়া এরকম একটি স্বপ্ন থাকে। আমি যদি বলি এই স্বপ্নটি আমার মধ্যে নেই, এই স্বপ্ন ছাড়া এখনে এসেছি, এটি একটি ডাহা মিথ্যা কথা। আবার আমি কেবল স্বপ্নের জন্য এখানে এসেছি আর স্বপ্ন ভঙ্গ হলে থাকবো না এটাও ঠিক নয়। আমি এখানে এসেছি এবং মৃত্যু পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ।

এর আগে এক ফেসবুক স্ট্যাটাসে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসন থেকে নির্বাচনের ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গোলাম মওলা রনি।

এ বিষয়ে গোলাম মওলা রনি বলেন, ‘আমি নির্বাচন করব। বিএনপি একটি বড় দল যদি তারা মনোনয়ন দেয়, তাহলে বিএনপি থেকে ধানের শীষ নিয়ে নির্বাচন করতে চাই। না হলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন অংশ নেব’।২০০৮ সালে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন গোলাম মওলা রনি। পরে দলকে নিয়ে সমালোচনামূলক বক্তব্যের কারণে দলের ভেতরেই চক্ষুশূল হয়ে ওঠেন তিনি।