নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনীতিক দল গুলো নিজেদের লক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছে । এবারের নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে ।ইতিমধ্যে বিএনপি মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শেষ হয়েছে গত বুধবার । বিএনপির সাথে যুক্ত হয়ে নির্বাচন করবে ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্ট ।অাজ বিকাল ৩ টার দিকে বিএনপি তাদের দলীয় প্রার্থীদের মনোনয়ন দেওয়া শুরু করেছে।
ইতি মধ্যে দেশের দুই শক্তিশালি দল তাদের প্রার্থী চুড়ান্ত করে নিয়েছেন। নোয়াখালীর বিআইপি ৫ আসনে লড়ছেন দুই শেয়ানে আওয়ালীগ থেকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং বিএনপি থেকে সাবেক আইন মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহাম্মদ।
নমিনেশন নেওয়ার পর আজ সকাল ১০টার সময় মওদুদ তার নির্বাচনি আসনে নেতা কর্মীদের সাথে দেখা করতে আসেন, এমন সময় কোম্পানীগঞ্জ বসুরহাট ও কবিরহাট বাজারে প্রায় ৫০ হাজার জনতার ঢল নামে।
দীর্গ ১০ বছর পর প্রিয় নেতাকে নির্বাচনের মাঠে পেয়ে সকলে বিভিন্ন স্লোগানে আমন্ত্রন জানান। এ সময় আরো উপস্থিত ছিলেন, কবিরহাট উপজেলা বিএনপির সভাপতি মোঃ আবদুর রহিম, সাধারণ সম্পাদক কামরুল হুদা চৌধুরী লিটন, পৌর বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান মঞ্জু, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন স্বপন প্রমূখ।
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মওদুদ আহাম্মদ বলেন, আমি অনেকদিন এলাকায় আসতে পারিনা বিভিন্ন সমস্যার কারনে আজ বিএনপির নমিনেশন পেয়ে এলাকার নেতাকর্মীদের সাথে দেখা করতে এসে জনগনের যে ভালোবাসা দেখলাম এতে আমি আনন্দিত। তিনি আরো বলেন, একাদশ জাতিয় সংসদ নির্বাচনে মানুষের ভালোবাসায় ধানেরশীষ মার্কা নিয়ে বিপুল ভোটে জয় লাভ করবো ইনশাআল্লাহ।