অন্য দলের মিছিল করায় ৩ কর্মীকে বাড়ি থেকে তুলে পেটালো ছাত্রলীগ নেতা

আর মাত্র কয়েকদিন আছে জাতীয় নির্বাচনের। এরই মদ্ধে সব দলের মনোনয়ন এবং প্রার্থী প্রায় চুরান্ত করে ফেলেছে সব প্রধান রাজনৈতিক দল। শুরু হয়ে গেছে প্রচার প্রচারনা। তবে এবার কিছু অঘটনাও ঘটে চলেছে।

লক্ষ্মীপুরে ৩ কর্মীকে বাড়ি থেকে তুলে এনে পেঠানোর অভিযোগ উঠেছে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশানের বিরুদ্ধে। শুক্রবার রাতে তাদেরকে বেধরক মারপিট করলে মো. রিপন (১৮), নাজমুল আহসান সাকিব (১৯) ও নজরুল ইসলাম জীবন নামে ৩ কর্মী আহত হয়। তারা পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সক্রিয় কর্মী।

আহতরা জানায়, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার ছাত্র ফেডারেশন নামের একটি সংগঠনের মিছিল করায় তাদেরকে বেধরক পেটানো হয়। ছাত্রলীগ নেতা নিশান রিপন, জীবন ও সাকিবকে জোরপূর্বক তুলে তার বাড়িতে নিয়ে যান।

কিছু বুঝে ওঠার আগেই নিশান ও পাপন সহযোগীদের নিয়ে পাইপ ও লাঠি দিয়ে তাদের এলোপাথাড়ি পেটাতে থাকে। পরে আহতাবস্থায় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়।

এ বিষয়ে লক্ষ্মীপুর বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার ছাত্র ফেডারেশনের সহ-সভাপতি ইয়াহইয়া সোহাগ জানায়, যে ঘটনাটি ঘটেছে, তা ন্যাক্কারজনক। আমরাও ছাত্রলীগের আদর্শকে বুকে ধারন করেই কাজ করি। আমাদের মিছিল করার কারণে ছাত্রলীগ নেতা তাদের কর্মীদের কিভাবে পেটায় তা আমার বোধগম্য নয়। বিষয়টি আওয়ামী লীগের সিনিয়র নেতাদের জানানো হয়েছে।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান বলেন, পেটানোর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে চক্রান্ত করছে।