এক আসনে স্বামী, স্ত্রী, ছেলে ও মেয়ে

কৃষক শ্রমিক জনতা লীগ থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ আসন থেকে নির্বাচন করতে চান স্বামী, স্ত্রী, ছেলে ও মেয়েসহ একই পরিবারের চারজন।

দলটির সভাপতি জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা বঙ্গবীর কাদের সিদ্দিকী এ আসনে প্রার্থী হতে চান। একই আসনে দলটির প্রার্থী তালিকায় আছেন তার স্ত্রী নাসরিন সিদ্দিকীও। আছেন একমাত্র ছেলে দীপ সিদ্দিকী এবং মেয়ে কুড়ি সিদ্দিকীর নামও।

শনিবার (২৪ নভেম্বর) কৃষক শ্রমিক জনতা লীগ সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুলকদার খোকা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে ৪৩ আসনে ৭১ জনকে মনোনয়ন দেয়ার কথা জানানো হয়। এতে একই আসনে স্বামী, স্ত্রী এবং তাদের দুই সন্তানের নাম রয়েছে মনোনয়নপ্রত্যাশী হিসেবে।