রবিবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে নৌকার মনোয়ন নিশ্চিত প্রার্থীদের চিঠি বিতরণ শুরু করে আওয়ামী লীগ।
প্রাথমিকভাবে ১৪৬টি আসনের প্রার্থী তালিকা পাওয়া গেছে। যেখানে ঢাকা বিভাগের ১৩টি জেলার মধ্যে ৪৪টি আসনে নৌকা প্রতীকের প্রার্থী তালিকা মিলেছে।
কিন্তু সেই তালিকায় কিশোরগঞ্জ ২ আসন থেকে নাম নেই সাবেক এমপি মমতাজের। তার পরিবর্তে আ’লীগের মনোয়ন পেয়েছেন সাবেক আইজিপি নূর মোহাম্মদ। এ নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষনা পাওয়া যায়নি। কিন্তু তালিকা দেখে বিষয়টি নিশ্চিত করা গেছে।
কিশোরগঞ্জ ২ আসন থেকে মনোয়ন নিশ্চিত হওয়া সাবেক আইজিপি নূর মোহাম্মদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন ছাত্রলীগের হয়ে ডাকসু নির্বাচনে মহসীন হল ছাত্র সংসদের নির্বাচিত ভিপি হিসেবে ছাত্র সংসদের নেতৃত্ব দেন।
পুলিশে থাকাকালীন জাতিসংঘ মিশনে কসোভোতে দায়িত্ব পালন করেন। পুলিশ বাহিনীতে দীর্ঘ ৩২ বছরের চাকরি জীবনে তিনি ডিআইজি ও সর্বোচ্চ পুলিশ প্রধান (আইজিপি) হিসেবে দক্ষতার সঙ্গে দায়িত্ব (২০০৭-২০১০) পালন শেষে অবসর গ্রহণ করেন।