আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের চিঠি দেয়া শুরু করেছে আওয়ামী লীগ। আজ রবিবার বঙ্গবন্ধু এভিনিউ-এ আওয়ামী লীগ কার্যালয়ে চিঠি বিতরণ শুরু হয় সকাল ১০টায়। মোট ২৩০ আসনে আওয়ামী লীগের প্রার্থীদেরকে চিঠি দেয়া হবে বলে জানা গেছে।
কিছু আসনে দুইজন সম্ভাব্য প্রার্থীকে মনোনয়নের চিঠি দেয়া হয়েছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক ব্রিফিংয়ে জানিয়েছেন, যেসব আসনে দুইজনকে চিঠি দেয়া হয়েছে সেগুলোতে পরে একজনকে বাছাই করা হবে।
দুইজনকে চিঠি দেয়া হয়েছে এমন কয়েকটি আসন হলো–
কিশোরগঞ্জ-১ : দলের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ আশরাফুল ইসলাম ছাড়াও এ আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন সাবেক ছাত্রনেতা মশিউর রহমান হুমায়ূন।
হবিগঞ্জ-৪: এখানে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফরাসউদ্দিনের সাথে চিঠি দেয়া হয়েছে মো. মাহবুব আলীকে।
লক্ষীপুর-৩: এই আসনেও দেয়া হয়েছে দুইজনকে- যথাক্রমে মোঃ গোলাম ফারুক ও একেএম শাহজাহান কামাল।
পটুয়াখালী-৩ দুইজন পেয়েছেন চিঠি। তারা হলে এস এম সাহজাদা ও খ ম জাহাঙ্গীর।