সিলেট জেলা বিএনপির সহসভাপতি শাহ জামাল নুরুল হুদাকে গ্রেফতার করেছে জালালাবাদ থানা পুলিশ।
নিয়মিত মামলায় শনিবার দিবাগত রাতে নগরের আম্বরখানা থেকে তাকে গ্রেফতার করা হয়।
শাহ জামাল নুরুল হুদা সিলেট সদর উপজেলা বিএনপি ও জেলা তাঁতী দলের সাবেক সভাপতি ও সদর উপজেলার ৭ নং মোগলগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।
এসএমপির জালালাবাদ থানার ওসি শাহ মো. হারুনুর রশীদ বলেন, সিলেট সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন শাহ জামাল নুরুল হুদা।
তার বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রয়েছে। এ মামলায় তাকে গ্রেফতার করা হয়।–যুগান্তর