বোল্ড!! সরাসরি স্ট্যাম্প উড়িয়ে দিলেন তাইজুল, দেখুন সর্বশেষ স্কোর

টার্গেটটা খুব ছোট। কিন্তু ৩য় দিনের চট্রগ্রামের এই পিচে এই টার্গেটই যেনো পাহাড়সম। স্পিনারদের জন্য এ যে বোলিং স্বর্গ। আর সেই সুযোগটাকেই ভালোভাবে কাজে লাগাচ্ছে তাইজুল সাকিবরা।

২০৪ রান টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারিয়েছে উইন্ডিজ। নিজের ২য় ওভারেই রভম্যান পাওয়েলকে ফেরান সাকিব। আর এই উইকেটের সাথেই টেস্টে ২০০ উইকেটের মাইলফলক পার করেন সাকিব। এরপরের ওভারেই সাই হোপকেও শিকার করেন সাকিব।

সাকিবের পর শুরু হয় তাইজুল ম্যাজিক। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে পুরো ওভারও সর্ম্পূন করতে পারেননি তিনি। কিন্তু ওভারের মাত্র ৫ বল করেই তুলে নিয়েছে ২টি উইকেট।

৫ রানে প্রথম উইকেটের পতনের পর ১১ রানে ৪ উইকেট হারিয়ে লন্ডভন্ড ওয়েস্ট ইন্ডিজ। লাঞ্চ বিরতির পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ দাড়ায় ৪ উইকেট হারিয়ে ১১ রান।

বিরতির পর ব্যাটিংয়ে নেমে ভয়ংকর উঠতে থাকেন হেটমায়ার। কিন্তু তাকে বেশিদূর আগাতে দেননি মিরাজ। মিরাজের বলে ক্যাচ আউটের শিকার হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ২৭ রান। এরপর ২ উইকেট তুলে নেন তাইজুলও।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ৬৯ রান। বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন আর মাত্র ৩টি উইকেট। তাহলেই দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১ম টেস্ট জয়ের দেখা পাবে বাংলাদেশ।

এর আগে ২য় ইনিংসে ১০ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাড়ায় ১২৫ রান। লিড ২০৩ রান। জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের টার্গেট ২০৪ রান।