ফের আফ্রিকায় কৃষ্ণাঙ্গদের গুলিতে বাংলাদেশির মৃত্যু

দক্ষিণ আফ্রিকার লিম্পুপো ও পুমালাংগা প্রদেশের সীমান্তবর্তী সিয়াবুসেয়া নামক এলাকায় মেহেদী হাসান তরু নামের এক প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীরা।

বৃহস্পতিবার (২২ নভেম্বর) বিকাল ৫ টার দিকে শপিং মল (পেপ স্টোর) থেকে বাচ্চাদের জন্য শপিং করে বের হয়ে নিজ গাড়িতে উঠার সময় পূর্ব থেকে উৎপেতে থাকা একদল কৃষ্ণাঙ্গ সন্ত্রাসী তাকে লক্ষ্য করে পিছন থেকে গুলি করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

নিহত মেহেদী তরু জামালপুর জেলার হাজিপুর দোয়ানি পাড়ার আব্দুল করিমের ছেলে। তরু ঐ এলাকায় একজন প্রভাবশালী বাংলাদেশি ব্যবসায়ী এবং তিনি বাংলাদেশ কমিউনিটির সদস্য ছিলেন।

এমন আকস্মিক মৃত্যুতে স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে।

জানা যায়, প্রায় দুই বছর আগে দুই কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীকে ভিন্ন ইস্যুতে তিনি হত্যা করেন। এরই প্রতিশোধ নিতে তরুকে এইভাবে হত্যা করা হয়েছে।

কিন্তু কয়েকজন প্রতিবেশি বাংলাদেশিরা মন্তব্য করছেন, জুয়েল নামে একজনের সাথে তরুর ব্যবসায়ীক বিরোধ চলছিলো। এবং জুয়েল তরুকে ক্ষতি করার এবং প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলো। এ জন্য অনেকে ধারণা করছে জুয়েল সন্ত্রাসী ভাড়া করে মেহদী হাসান তরুকে খুন করেছে।

তবে এখনো হত্যার পিছনের মূল কারণ নিশ্চিত হওয়া যায়নি।