ঈদে মিলাদুন্নবীর দাওয়াতে বঙ্গভবনে ড. কামাল

আজ বুধবার ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী। এ সময় মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও মৃত্যু দিবস। এদিকে ৫৭০ খৃস্টাব্দের এ দিনে মক্কায় জন্মগ্রহণ করেন তিনি আর ৬৩২ খৃস্টাব্দে একই দিনে ইহকাল ত্যাগ করেন।

এদিকে আজ ঈদে মিলাদুন্নবীর দাওয়াতে বঙ্গভবনে গেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ও গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসিন মন্টু। এ সময় জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে বলা হয়েছে, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।

এদিকে আজ বেলা ১২ টায় সময় রাজধানীর মতিঝিলে ড. কামাল হোসেনের ব্যক্তিগত কার্যালয়ে জাতীয় ঐক্যফ্রন্টের র্শীষ নেতারা বৈঠক বসেছেন। এতে ড. কামাল হোসেন ছাড়াও সরকারবিরোধী জোটের নেতা সুলতান মো. মনছুর, মোকাব্বির খান, জগলুল হায়দার, সুব্রত চৌধুরী প্রমুখ উপস্থিত আছেন।